“চেষ্টা” প্রকল্পের প্রচার!!

অনলাইন প্রতিনিধি :-“চেষ্টা “একটি প্রকল্প বা মিশন যা বাল্য বিবাহ রোধ এবং বাল্য বিবাহের বিরুদ্ধে প্রচার ও মানুষকে জাগ্রত করা। খোয়াই জেলায় এর শুভ সূচনা হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার হাত ধরে। এই “চেষ্টা” প্রকল্পের প্রচারে আন্তর্জাতিক নারী দিবসে এক সৌহার্দ মহিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় শুক্রবার তেলিয়ামুড়ার ভগৎসিং মিনি স্টেডিয়ামে। অনুষ্ঠানের উদ্বোধন করেন, খোয়াই জেলা শাসক চান্দনি চন্দ্রন।এছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, তেলিয়ামুড়া মহকুমা শাসক শির্শেন্দু দেববর্মা, চেষ্টা প্রকল্পের রাজ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিপাশা রাঙ্খল সহ আরও অনেকে।
এদিন খোয়াই মহকুমা এবং তেলিয়ামুড়া মহকুমা’র মহিলা দলের মধ্যে এক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

Dainik Digital: