Categories: দেশ

চেন্নাই থেকে কলকাতায় আসছে সবুজ অ্যানাকোন্ড!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-কয়েক বছর ধরেই খোঁজ চলছিল।সন্ধান পেতে বিদেশেও পাড়ি দিয়েছিলেন কর্তাব্যক্তিরা। কিন্তু কোনও সুত্রেই মিলছিল না হদিশ। তবুও হাল ছাড়েনি আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। অবশেষে সন্ধান মিলেছে সবুজ অ্যানাকোন্ডার।
চেন্নাইয়ের মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে এবার কলকাতায় আনা হচ্ছে সবুজ অ্যানাকোন্ডাকে। আলিপুরে এর আগে হলুদ অ্যানাকোন্ডাও পাঠিয়েছিল মাদ্রাজের ক্রোকোডাইল ব্যাঙ্ক। গত এপ্রিল মাসেই আলিপুর চিড়িয়াখানার একটি প্রতিনিধি দল চেন্নাইয়ে গিয়েছিল। মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্কে একেজাড়া সবুজ অ্যানাকোন্ডা পছন্দ করে এসেছিলেন তারা।সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তাও চূড়ান্ত হয়ে যায়। এখন অপেক্ষা শুধু কেন্দ্রীয় জু অথরিটির অনুমতির।
কেন্দ্রের তরফে সবুজ সংকেত পেলেই জোড়া সবুজ অ্যানাকোন্ডা আলিপুর নিয়ে আসা হবে। ঘন গভীর আমাজনের অরণ্যে মৃত্যুদূত হিসাবে পরিচিত অ্যানাকোন্ডা। হলিউড থেকে শুরু করে টলিউডেও ছবিতে দেখা গিয়েছে অ্যানাকোন্ডা। শীতের আগেই দর্শকদের চমক দিতে পুরদস্তুর প্রস্তুতি নিচ্ছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সবুজ অ্যানাকোন্ডা হলুদ অ্যানাকোন্ডার থেকে দ্বিগুণ বড়। দৈত্যাকার এই সাপের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট পর্যন্ত হয়।
দৈত্যাকার এই সাপের হলুদ সংস্করণটিকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছিল বছর পাঁচেক আগে।২০১৯ সালে মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে চারটি হলুদ অ্যানাকোন্ডা নিয়ে আসা হয়েছিল। ওজন ২৫০ কেজির মতো।গত তিন বছর ধরে সবুজ অ্যানাকোন্ডার খোঁজ চালাচ্ছিল আলিপুর।সবুজ অ্যানাকোন্ডার জন্য বহুদিন আগেই ঘর তৈরি হয়ে রয়েছে চিড়িয়াখানায়। আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর, মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক একজোড়া সবুজ অ্যানাকোন্ডা পাঠাতে রাজি হয়েছে। কথাবার্তা সব চূড়ান্ত হয়ে গিয়েছে।কেন্দ্রীয় জু অথিরিটি ছাড়পত্র দিলে তাকে নিয়ে আসা হবে।
দেশের মধ্যে মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্কেই রয়েছে একমাত্র সবুজ অ্যানাকোন্ডা। এর আগেও সবুজ অ্যানাকোন্ডা চেয়ে মাদ্রাজের দ্বারস্থ হয়েছিল আলিপুর। কিন্তু সেবার তাদের খালি হাতে ফিরতে হয়েছিল। মাদ্রাজ ফিরিয়ে দেওয়ার পর রাজ্য জু অথরিটি ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ জু অ্যান্ড অ্যাকোয়ারিয়াম (ডব্লুএজেডএ)-এর দ্বারস্থ হয়েছিল। তারাও সবুজ অ্যানাকোন্ডা দিতে রাজি হয়নি। ফলে খালি হাতে ফিরতে হয়েছিল আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষকে।
কিন্তু তারপরেও নজরদারি চলছিল। মাস ছয়েক আগে সবুজ অ্যানাকোন্ডার সন্তান প্রসবের পর ফের মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ শুরু করে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আর এবার হতাশ করেনি মাদ্রাজ। জানা গিয়েছে, দুটি সবুজ অ্যানাকোন্ডার শাবক তারা দিচ্ছে। বিনিময়ে তারা আলিপুরের কাছে শাঁখামুটি কিংবা ইগুয়ানা সাপ চেয়েছে। আর বিরলতম সবুজ অ্যানাকোন্ডার বদলে মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্কের যে সরীসৃপ পছন্দ তা দিতেও রাজি আলিপুর।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

রাজস্থানে গ্রেফতার ‘লুটেরা দুলহন’ সম্পতি লুট করতে ২৫ বার বিয়ে!!

অনলাইন প্রতিনিধি :-এও এক 'মধুচক্র'। একে সুন্দরী, তার উপর গরিব এবং অসহায়তার গল্প। সহজেই ফাঁদে…

7 hours ago

হার্ভার্ডে বিদেশি পড়ুয়াদের ভর্তি বন্ধ!!

অনলাইন প্রতিনিধি :-নতুন নির্দেশ জারি করে হোয়াইট হাউস জানিয়ে দিল, এখন থেকে আর বিদেশি পড়ুয়া…

7 hours ago

ওয়াশিংটনে ইজরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে খুন!!

অনলাইন প্রতিনিধি:- বুধবার সন্ধ্যায় ইহুদি জাদুঘরের এক অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময় আমেরিকায় ইজরায়েলি দূতাবাসের…

1 day ago

হাসপাতালে ভর্তি জুবিন গর্গ!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ ৷নেমকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন 'ইয়া আলি'র…

1 day ago

পাক কূটনীতিককে বহিষ্কার দিল্লির!!

অনলাইন প্রতিনিধি :-পাক হাই কমিশনের আরও এক অফিসারকে এবার দেশ ছাড়ার নির্দেশ দিল কেন্দ্র। বুধবারই…

1 day ago

প্রধানমন্ত্রীর হাতে ১০৩টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার ১০৩টি অমৃত ভারত রেলওয়ে স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই তালিকায়…

1 day ago