Categories: দেশ

চিনের ছাত্রছাত্রীদের পিছনে ফেলে আমেরিকায় ভারতীয় পড়ুয়া বেড়ে দ্বিগুণ

এই খবর শেয়ার করুন (Share this news)

পড়াশোনা করতে বহির্বিশ্ব থেকে আমেরিকায় সবচেয়ে বেশি পড়ুয়ারা যায় চিন থেকে। এই নিরিখে চিনকেও টপকে গেল ভারত। এক সমীক্ষায় ধরা পড়েছে, গত এক দশকে উচ্চ শিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে বাছাই করা ভারতীয় ছাত্রদের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। আমেরিকায় গত এক দশকে শুধু ভারতীয় পড়ুয়ার সংখ্যাই নয়, একই ভাবে বহির্বিশ্ব থেকে আমেরিকামুখী পড়ুয়াদের সংখ্যাটা বেড়েছে। সমীক্ষায় ধরা পড়েছে, আমেরিকায় বহির্বিশ্ব থেকে পড়তে যাওয়া পড়ুয়াদের সংখ্যা গত এক দশকে ১১.৮ শতাংশ থেকে প্রায় দ্বিগুণ বেড়ে হয়েছে ২১ শতাংশ। সোমবার সমীক্ষক সংস্থা ‘ওপেন ডোরস’-এর প্রকাশিত রিপোর্টে এই তথ্য সামনে এসেছে। এই সমীক্ষার নির্যাস, গত দশ বছরে উচ্চশিক্ষার জন্য আমেরিকাকেই বেছে নিচ্ছেন ভারতীয় পডুয়়ারা। আগে আমেরিকায় বিদেশি পডুয়়ার হিসাবে এক নম্বর দেশ ছিল চিন। পরিসংখ্যান বলছে, বছর পনেরো আগে চিন থেকে প্রায়
৩১ শতাংশ পড়ুয়াড়া উচ্চ শিক্ষার জন্য
আমেরিকায় পাড়ি দিত। ২০১২-১৩ সাল থেকে আমেরিকাগামী চিনা পড়ুয়াদের সংখ্যা নিচের দিকে নামতে শুরু করে এবং পাল্লা দিয়ে বাড়তে থাকে আমেরিকায় পাঠরত ভারতীয় পড়ুয়ার সংখ্যা। মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া ভারতীয় শিক্ষার্থীদের বৃদ্ধির হার ২০২২-২৩ সালে চিনকেও ছাড়িয়ে যেতে পারে বলে সমীক্ষায় ধরা পড়েছে। চলতি বছরের জুন থেকে আগস্টের মধ্যে ভারত থেকে আমেরিকায় ৮২,০০০ স্টুডে ন্ট ভিসা ইস্যু করা হয়েছে, যা সমস্ত দেশের মধ্যে সর্বোচ্চ। নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের কনস্যুলার অ্যাফেয়ার্সের মিনিস্টার কাউন্সিলর ডন হেফলিন বলেছেন, ২০২১-২২ অর্থবর্ষের এই সময়ে (জুন-আগস্ট) ৬২,০০০ স্টুডে ন্ট ভিসা ইস্যু করা হয়েছিল। এক বছরের মধ্যে এই সংখ্যা বেড়েছে ২০,০০০। আগের পরিসংখ্যানে ধরা পড়েছিল, উচ্চশিক্ষার জন্য বাইরে থেকে যে ছাত্রছাত্রীরা আসেন, তাদের অধিকাংশ চিন থেকে আমেরিকায় যেত। কিন্তু গত দশ বছরে দেখা যাচ্ছে, চিনকে ছাপিয়ে ভারত থেকে অনেক বেশি ছাত্রছাত্রী আমেরিকায় পড়াশোনার জন্য যাচ্ছে। সম্প্রতি নয়াদিল্লির এক অধিবেশনে আমেরিকার এক রাষ্ট্র প্রতিনিধি বলেছেন, ২০২১-’২২ সালে ভারতীয় পড়ুয়াদের জন্য মোট ৬২ হাজার স্টুডেন্ট ভিসা দিয়েছে মার্কিন প্রশাসন। চলতি বছরে আমেরিকায় স্টুডেন্ট ভিসার সংখ্যা বেড়ে হয়েছে ৮২ হাজার। ওই সভায় উপস্থিত মার্কিন প্রশাসনের এক আধিকারিক জানান, ভারত থেকে তাদের দেশে আসা বেশির ভাগ ছাত্রছাত্রী অঙ্ক, কম্পিউটার সায়েন্স, প্রযুক্তিবিদ্যা এবং বাণিজ্য বিষয় নিয়েই ভর্তি
হন। শুধু আমেরিকাতেই নয়, চলতি বছরে ব্রিটেনেও ভারত থেকে আসা পডুয়াদের সংখ্যা বেড়েছে। সামগ্রিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় পাঠরত আন্তর্জাতিক পড়ুয়াদের মোট সংখ্যা ২০২০-২১ সালের ৯,১৪ লাখ থেকে ২০২১-২২ সালে বেড়ে হয়েছে ৯.৪৮ লক্ষ। এই ‘বৃদ্ধি’ শুধু ভারতীয়দের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশ্বের সব দেশ থেকেই মোটের উপর আমেরিকাগামী উচ্চশিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে। সমীক্ষায় বলা হয়েছে, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষায় আগ্রহী পড়ুয়াদের কাছে ‘আদর্শ গন্তব্য’ হিসাবে শীর্ষ স্থানে রয়েছে আমেরিকা। আমেরিকান কনস্যুলার অ্যাফেয়ার্সের মিনিস্টার কাউন্সিলর ডন হেফলিন জানান, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় ছাত্রদের মধ্যে অধিকাংশ বিভিন্ন শাখার মাস্টার্স পাঠ্যক্রমে নথিভুক্ত।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…

7 hours ago

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…

8 hours ago

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

9 hours ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

10 hours ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

10 hours ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

11 hours ago