চিকিৎসক সঙ্কটে ধুঁকছে বিলোনীয়া হাসপাতাল!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || দক্ষিণ জেলার জেলা সদর বিলোনিয়া মহকুমা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা কতটা তলানিতে এসে ঠেকেছে, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে ভুক্ত ভোগীরা। প্রতিদিন বহির্বিভাগে এবং ইমারজেন্সি মিলিয়ে শত শত রোগী পরিষেবা নিতে আসেন এই হাসপাতালে। অথচ পরিষেবা দেওয়ার মতো যথেষ্ট সংখ্যক চিকিৎসক নেই। বাধ্য হয়ে মানুষকে ছুটতে হচ্ছে হয় অন্যত্র। কিন্ত যাদের এই সামর্থ নেই, তাদের সমস্যার শেষ নেই। বিলোনিয়া হাসপাতালের দন্ত বিভাগে একজন মাত্র মহিলা চিকিৎসক রয়েছেন। তিনি বেশিরভাগই সময়ই যথাসময়ে হাসপাতালে আসেন না বলে অভিযোগ। যেখানে সকাল ৯ টায় বহির্বিভাগে চিকিৎসা শুরু হওয়ার কথা। সেখানে বেলা প্রায় বারোটা বাজলেও চিকিৎসকের দেখা মিলে না। তাই টিকিট কেটে রোগীরা তীর্থের কাকের মতো বসে থাকেন, কখন আসবে চিকিৎসক সেই আশায়। সোমবারও একই চিত্র দেখা গেল বিলোনীয়া হাসপাতালের দন্ত বিভাগের ও পি ডি তে। চিকিৎসক এলেন বেলা বারোটায়। তাঁর সাথে কথা বলে জানাগেছে, তিনি নিজেও অসুস্থ। আগরতলা থেকে আসা – যাওয়া করেন। সোমবারও অসুস্থ শরীর নিয়ে আগরতলা থেকে এসেছেন। কথা বলতে গিয়ে রীতিমতো হাঁপাচ্ছিলেন। প্রশ্ন উঠেছে, এতবড় মহকুমা হাসপাতালে মাত্র একজন দন্ত চিকিৎসক নিয়ে। চিকিৎসকও মানুষ, তিনি অসুস্থ হতেই পারেন। যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে ছুটি নিলেন না কেন? কেন তাঁকে অসুস্থ শরীর নিয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে? এই বিষয়ে মহাকুমা স্বাস্থ্য আধিকারিকের ভূমিকা কি? যদিও এই বিষয়ে মহাকুমা স্বাস্থ্য আধিকারিক বিমল কলইর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একই অবস্থা বিকেল চারটার পর। গোটা হাসপাতালে একজন মাত্র চিকিৎসক। তিনি কোনদিকে যাবেন? এই ভাবেই চলছে রাজ্যের তথাকথিত স্বাস্থ্য পরিষেবা।

Dainik Digital: