চালকের তৎপরতায় এড়ানো গেল সাঁতরাগাছি-শালিমার লোকাল!!

অনলাইন প্রতিনিধি :-বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সাঁতরাগাছি-শালিমার লোকালের যাত্রীরা। চালকের তৎপরতায় এড়ানো গেল বড় ক্ষতি। সূত্রের খবর, বেতর লেভেল ক্রসিংয়ের কাছে চালক দেখতে পান সিগন্যাল পোস্ট থেকে একটি লোহার অ্যাঙ্গেল বিপজ্জনকভাবে বাইরে বেরিয়ে ছিল। ট্রেন চলার সময় কামরার গায়ে ঘষা খেতে থাকে। এদিকে চালকের পাশাপাশি ততক্ষণে এ দৃশ্য চোখে পড়েছে ট্রেনে থাকা যাত্রীদেরও। গেট থেকে ঝুলছিলেন অনেকেই। তারাই প্রথম দেখতে পান। সাথে সাথেই হইহই পড়ে যায় ট্রেনের মধ্যে।

Dainik Digital: