চারদিন ধরে টিভিতে বন্ধ পে-চ্যানেল, দুর্ভোগ!!

এই খবর শেয়ার করুন (Share this news)

সারা দেশের সাথে রাজ্যেও প্রায় নব্বই শতাংশ কেবল টিভিতে পেচ্যানেলগুলি বন্ধ। রাজ্যের নব্বই শতাংশ গ্রাহক শনিবার সকাল এগারটা থেকে আচমকা টিভিতে কোনও পে চ্যানেল দেখতে পারছেন না। বিশেষ করে স্টার, সোনি এবং জি, এই তিনটি পে চ্যানেলের কোনও অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে না। পুরোপুরি বন্ধ এই তিনটি পে চ্যানেল ৷ ব্রডকাস্টিং সংস্থাগুলোর সাথে দেশের বড় বড় এমএসও (মাল্টিপল সিস্টেম অপারেটর) গুলির বিরোধের জেরেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, ট্রাই-এর নয়া মাশুল নির্দেশিকা কার্যকর করতে গিয়েই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ট্রাই-এর নির্দেশ ছিলো ১ ফেব্রুয়ারীর মধ্যে ব্রডকাস্টিং সংস্থাগুলোকে নয়া মাশুল কার্যকর করার জন্য চুক্তি করতে হবে। সেই মতো ব্রডকাস্টিং সংস্থাগুলো দেশের সমস্ত এমএসও-গুলিকে বলে চুক্তি স্বাক্ষর করার জন্য। ১ এপ্রিল থেকে পেচ্যানেলগুলির নয়া মাশুল কার্যকর হবে। কিন্তু এতে আপত্তি জানায় দেশের বড় বড় এমএসওগুলি তাদের বক্তব্য, নয়া মাশুল আইন কার্যকর করা হলে পেচ্যানেলগুলির মাশুল আগের চাইতে অনেক বেড়ে যাবে। এর প্রভাব পড়বে সাধারণ গ্রাহকদের উপর। শুধু তাই নয়, মাশুল বৃদ্ধির প্রভাব পড়বে এমএসও এবং কেবল অপারেটরদের উপরেও দেশের বড় এম এসও গুলি মাশুল বৃদ্ধির বিপক্ষে। তাই তারা চুক্তিতে স্বাক্ষর করেনি। যে কারণে ব্রডকাস্টিং সংস্থাগুলো এমএসওগুলির উপর চাপ সৃষ্টি করতে গত শনিবার থেকে পরিষেবা বন্ধ করে রাখে। এর প্রতিবাদ জানিয়ে দেশের বড় বড় এমএসওগুলি একাধিক রাজ্যে হাইকোর্ট গুলিতে মামলা দায়ের করে। সেই মামলার এখনও শুনানি চলছে। এখন আদালতের রায়ের উপর নির্ভর করে আছে পে-চ্যানেলগুলির পরিষেবা আগামীদিনে গ্রাহকরা পাবেন কি না । এই পরিস্থিতিতে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন স্থানীয় কেবল অপারেটররা। আচমকা পে চ্যানেলগুলির সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে অপারেটরদের দ্বারস্থ হচ্ছে। অথচ অপারেটররা কোনো সদুত্তর দিতে পারছে না। বয়স্ক নাগরিকরা যারা টিভিতে নানা রকম বিনোদনমূলক অনুষ্ঠান দেখে সময় কাটান, তারাও বড় ধরনের সমস্যায় পড়েছেন। খেলাধুলা থেকে শুরু করে যাবতীয় সিরিয়ালগুলিও দেখতে পারছেন না। কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে কেউ বলতে পারছে না। শুধু তাই নয়, এই অচলাবস্থার কারণে কোটি কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

9 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

9 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

19 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

19 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

20 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

20 hours ago