ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই খাদ্য সংকটে ভুগছে আফ্রিকা । এরই ধারাবাহিকতায় ‘ জাতীয় খাদ্য সংকট ঘোষণা করেছে মধ্য আফ্রিকার দেশ চাদ । এর মাধ্যমে আফ্রিকার কোনও দেশ প্রথমবারের মতো সরকারীভাবে খাদ্য সংকট ঘোষণা করলো । বুধবার জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির সরকার জানিয়েছে , ইউক্রেন এবং রাশিয়া থেকে খাদ্যশস্য না আসায় এই সংকট তৈরি হয়েছে । বিশ্ব তাদের পাশে না দাঁড়ালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে । স্থানীয় বাসিন্দারা বলেন , দেশটিতে প্রায় সব খাবারের দাম দ্বিগুণ হয়ে গেছে । আগে যেখানে একটি পরিবারের খাবারের পেছনে মাসে খরচ হতো ষাট হাজার ফ্রাঙ্ক ।
এখন তা বেড়ে নব্বই হাজার থেকে এক লাখ ফ্রাঙ্কে পৌঁছে গেছে । সরকার জানিয়েছে , খুব দ্রুত শেষ হতে চলেছে চাদের খাদ্যভাণ্ডার । একদিকে ইউক্রেন থেকে খাদ্য শস্য আসছে না , অন্যদিকে আবহাওয়ার কারণে এ বছর দেশটিতে ফসলও কম হয়েছে । ফলে খাদ্য সংকট আরও জটিল আকার ধারণ করতে পারে । তবে শহরের মধ্যবিত্তরা অনেক বেশি দামে খাদ্য নিতে পারলেও গ্রামের অবস্থা শোচনীয় । সেখানে খাবার পৌঁছাচ্ছেই না । অবশ্য শহরেও পরিবারগুলো খাবারের পরিমাণ কমিয়ে ফেলতে বাধ্য হচ্ছেন । একই পরিস্থিতি চলছে চাদের প্রতিবেশী দেশ নাইজার , মালি ও সুদানে । শুধু খাদ্য সংকট নয় , কারণে যুদ্ধের দেশগুলোতে কীটনাশক পাঠানোও বন্ধ করে দিয়েছে রাশিয়া । ফলে চাষে বিপুল ক্ষতি হচ্ছে । রাষ্ট্রসংঘ জানিয়েছে , এই পরিস্থিতি চলতে থাকলে আফ্রিকার দেশগুলো ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি হবে । যার আঁচ গিয়ে লাগবে ইউরোপ এশিয়াতেও ।
অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…
অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…
অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…
ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…
অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…