চল্লিশের পরেই কমতে পারে হাড়ের ঘনত্ব!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা কৃত্রিম উপায়ে নিজেদের নানা ভাবে সাজিয়ে-গুছিয়ে রাখার চেষ্টা করি।কিন্তু বয়স
বাড়লে হাড়ে ঘুণ ধরার প্রবণতাও বৃদ্ধি পেতে থাকে। এই বিষয়কেও প্রতিরোধ করা ভীষণ জরুরি।এর জন্য চাই রোদ্দুরে ঘোরাঘুরি আর
ক্যালশিয়ামসমৃদ্ধ খাবার খাওয়া।বাইরে থেকে কোনও কিছুই লাগিয়ে বা মেখে হাড় পলকা হয়ে যাওয়া প্রতিরোধ করার উপায় নেই।তাই প্রথম থেকেই সতর্ক হতে হবে।হাড়ের প্রধান উপাদান ক্যালশিয়াম ও ফসফরাস। এছাড়াও আছে নানান ধরনের খনিজ বা মিনারেলস।বয়স বাড়লে বিভিন্ন কারণে হাড়ের ক্যালশিয়ামসহ অন্যান্য উপাদান কমে গেলে হাড় পলকা হয়ে যায়, ফলে সামান্য চোট আঘাতে ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে।ডাক্তারি পরিভাষা একে বলে অস্টিওপোরোসিস।
ঋতুনিবৃত্তির পর মহিলাদের পোস্ট মেনোপজাল অস্টিওপরোসিসের ঝুঁকি অন্যদের তুলনায় অনেক বেশি।তবে একথাও ঠিক যে বেশি বয়সে হাড়ের ক্যালশিয়াম কমে গিয়ে হাড় দুর্বল হয়ে যাওয়ার সমস্যা নারী-পুরুষ নির্বিশেষে সবারই হতে পারে।মেনোপজ বা ঋতুনিবৃত্তির পর শরীরে ইস্ট্রোজেন হরমোনের অভাব হলে হাড়ের ক্যালশিয়াম ডিপোজিশন -কমতে শুরু করে।হাড় ক্ষয়িষ্ণু হয়ে যাওয়ার এটাই মূল কারণ। মাঝবয়সি মহিলাদের অস্টিওপোরোসিসের মূলে আর যে সব কারণ আছে সেগুলি হল–ঋতুনিবৃত্তির পর ইস্ট্রোজেন হরমোনের অভাবে প্রয়োজনীয় ক্যালশিয়াম শোষণ হতে পারে না বলে হাড়ের ঘনত্ব কমতে শুরু করে।প্রতিদিনের খাবারে পর্যাপ্ত ক্যালশিয়াম, পটাশিয়ামসহ অন্যান্য খনিজের অভাব হলেও হাড় পলকা হয়ে যায়।এক্সারসাইজের অভাবেও হাড়ের ক্ষয়ের ঝুঁকি বাড়ে।ক্রনিক কিডনির অসুখে হাড় দ্রুত ক্ষয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।যাদের রোগা পাতলা হালকা কাঠামোর চেহারা তাদের হাড় ক্ষয়ে যাওয়ার ঝুঁকি তুলনামূলক ভাবে বেশি।
যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অন্য কোনও ইনফ্ল্যামেটরি অসুখের কারণে নিয়ম করে কর্টিকোস্টেরয়েড খেতে হয় তাদের হাড় ভঙ্গুর হয়ে যাওয়ার ঝুঁকি অনেক বেশি।যাদের তিন মাসেরও বেশি সময় ধরে এই জাতীয় ওষুধ খেতে হয় তাদের অস্টিওপোরোসিস প্রতিরোধে ভিটামিন ডি ও ক্যালশিয়াম খাওয়া উচিত।অতিরক্ত ধূমপান করলে পুরুষদের টেস্টোস্টেরন হরমোনের কার্যক্ষমতা কমে গিয়ে হাড় পলকা হতে শুরু করে।নিয়ম করে মদ্যপান করলে শরীরে নতুন হাড় তৈরির পদ্ধতি ব্যহত হয় বলে হাড় ভঙ্গুর হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে।বংশপরম্পরাগত ভাবে অস্টিওপোরোসিসের ঝুঁকি অনেকটাই বেশি।যদিও এই বিষয়ে এখনও প্রমাণ পাওয়া যায়নি কিন্তু ধারণা করা হয়, যাদের হাড়ের গঠনে কোনও বিচ্যুতি আছে তাদের মধ্যে হাড় ক্ষয়ে যাওয়ার ঝুঁকি অনেক বেশি।তাই বংশে এই অসুখের ইতিহাস থাকলে ছোট থেকেই সাবধান হওয়া উচিত।অস্টিওপোরোসিসের সব থেকে বড় সমস্যা হল, এই রোগ নিঃশব্দে আসে।যখন আচমকা পড়ে গিয়ে হাড় ভেঙে যায় তখনই চিকিৎসা করাতে গিয়ে রোগের অস্তিত্ব সম্পর্কে জানা যায়।পিঠের দিকে অল্পস্বল্প ব্যথা দিয়ে অসুখের সূত্রপাত হলেও বেশিরভাগ মানুষ খুব একটা গা করেন না। যখন বেশি ব্যথা হয়,তখন বুঝতে হবে হাড়ের ক্ষয় অনেক বেড়ে গেছে। নিঃশব্দে রোগের বিস্তার হয় বলে অনেকে একে ‘সাইলেন্ট থিফ’ বলেন।এই সমস্যাকে রুখতে শুরু থেকেই রোগ নির্ণয় করে হেলদি লাইফস্টাইল মেনে চলতে হবে।বংশে ফেমোরাল ফ্র্যাকচার বা বৃদ্ধ বয়সে পড়ে গিয়ে চোট পাওয়ার ইতিহাস থাকলে ছোট থেকেই হেলদি লাইফস্টাইল মেনে চলা উচিত।আর চল্লিশ পেরোনর পর থেকে বিএমডি অর্থাৎ বোন মিনারেল ডেনসিটি টেস্ট করে হাড়ের অবস্থা জেনে নিয়ে ক্যালশিয়ামযুক্ত খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরে রোদ্দুর লাগান এবং ভিটামিন ডি-থ্রি ও ক্যালশিয়াম খাওয়া শুরু করতে হবে।মনে রাখবেন,ভিটামিন ডি সপ্তাহে ১ দিন খেতে হয়।ভাল কাজ হবে বলে রোজ খেলে হাইপারভিটামিনোসিস হওয়ার ঝুঁকি থাকে।এছাড়া নিয়ম করে ওয়েট বিয়ারিং এক্সারসাইজ ও সপ্তাহে ন্যূনতম ৫ দিন ৩০ মিনিট হাঁটা জরুরি।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…

9 mins ago

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…

1 hour ago

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

2 hours ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

3 hours ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

3 hours ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

4 hours ago