Categories: বিজ্ঞান

চন্দ্রায়ন-২ অরবিটারের সাথে, সংযোগ গড়লো ল্যান্ডার মডিউল।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- সোমবার ইসরো জানিয়েছে চন্দ্রায়ন-২ অরবিটারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে চন্দ্রযান- ৩ মিশনের ল্যান্ডার মডিউল। চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিংয়ের আগে এটি নিঃসন্দেহে আরেকটি সুখবর। তাছাড়া ল্যান্ডার হ্যাজার্ড ডিটেকশন অ্যান্ড অ্যাভয়েডেন্স ক্যামেরার সাহায্যে তোলা চন্দ্রপৃষ্ঠের আরও বেশ কিছু ছবি প্রকাশ করেছে ভারতীয় মহকাশ গবেষণা সংস্থা।৪৮ ঘন্টারও কিছু বেশি সময় পর চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখতে চলেছে ল্যান্ডার বিক্রম। তার আগেই ইসরোর পরিকল্পনা অনুসারে চন্দ্রযান-২-এর অরবিটারের সঙ্গে সংযোগ তৈরি করে ফেলল চন্দ্রযান- ৩-এর ল্যান্ডার মডিউল। সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-এ এই নিয়ে পোস্ট দিয়েছে ইসরো।ইসরোর সোশ্যাল মিডিয়া পোস্ট অনুসারে দুজনের মধ্যে দ্বিপাক্ষিক যোগাযোগ ব্যবস্থা
স্থাপন হয়ে গিয়েছে। ওয়েলকাম বাড়ি অর্থাৎ স্বাগত বন্ধু বলার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চন্দ্রযান- ৩-এর ল্যান্ডর মডিউলকে অভ্যর্থনা জানিয়েছে চন্দ্রযান- ২-এর অরবিটার।দু’জনের মধ্যে সমন্বয় গড়ে উঠার কারণে মক্স বা মিশন অপারেশনশ কমপ্লেক্সের কাছে এখন ল্যান্ডার মডিউলের সঙ্গে যোগাযোগের একাধিক পথ রয়েছে। এখানকার ইসরো টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক-এ মিশন অপারেশনস কমপ্লেক্স অবস্থিত। ইন্ডিয়ান ডীপ স্পেস নেটওয়ার্কের (আইডিএসএন) সঙ্গেও এখন যোগাযোগ স্থাপনে সক্ষম চন্দ্রযান- ৩- এর বিক্রম ল্যন্ডার।বিশাল অ্যান্টেনা ও যোগাযোগ সুবিধার সমন্বয়ে গঠিত একটি নেটওয়ার্ক এটি। এর মাধ্যমে ভারতের আন্তঃগ্রহ মহাকাশযান মিশনগুলোকে সহায়তা প্রদান করা হয়ে থাকে। আগামী ২৩ আগষ্ট সন্ধ্যা ৬ টা বেজে ৪ মিনিটে চন্দ্রযান- ৩-এর ল্যান্ডার মডিউল বিক্রমকে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করাতে চায় ইসরো। আপাতত সেই অবতরণের সাফল্য কামনা করে প্রহর গুনছে গোটা ভারত।চন্দ্রযান- ২ অভিযানের সময় ইসরোর ডিরেক্টর ছিলেন কে শিবন।শেষ মুহূর্তের গোলযোগে সে বার সফট ল্যান্ডিংয়ে ব্যর্থ হয়েছিল ভারতের ল্যান্ডার মডিউলটি।এইবার যখন চন্দ্রযান -৩ সেই লক্ষ্য ছোঁয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে, তখন ইসরোর প্রাক্তন ডিরেক্টর বলেন, এই মুহূর্তগুলি ভীষণ উদ্বেগের। বর্তমান অভিযানটির সর্বতো সফলতা কামনা করে প্রার্থনা করেন তিনি।গতকাল রাশিয়ার লুনা – ২৫ আছড়ে পড়ে চাঁদের বুকে। এই নিয়ে প্রশ্ন করা হলে কে শিবন বলেন, আমাদের নিজস্ব পদ্ধতি রয়েছে। আমরা কোনো সমস্যা ছাড়াই সফট ল্যান্ডিং করাতে সক্ষম। কিন্তু প্রক্রিয়াটি নিঃসন্দেহে জটিল। একই সঙ্গে তিনি জানান চন্দ্রযান ২-এর অভিজ্ঞতা থেকেই এবার এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে ব্যর্থতার সম্ভাবনা যতটুকু সম্ভব হ্রাস করা যায়। সেই অতিরিক্ত ব্যবস্থা দেশেই তৈরি বলে জানান তিনি।ভারতের চন্দ্রযান- ৩ মিশনের শেষ পর্বের তোড়জোড় নিয়ে খুবই সতর্ক অবস্থান গ্রহণ করলেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান জে মাধবন নায়াব। তিনি বলেন, এটি একটি খুবই জটিল প্রক্রিয়া এবং সর্বদা সতর্কতা অবলম্বন করে চলতে হবে কারণ প্রতিটি ব্যবস্থার মধ্যে সামঞ্জস্যতা রক্ষা করে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে হবে। ২০০৮ সালে চন্দ্রযান,১ মিশনের সময় ইসরোর প্রধান ছিলেন নায়ার।তিনি বলেন, ল্যান্ডারের থ্রাস্টার্স, অল্টিমিটার্স, সেন্সর, কম্পিউটার সফটওয়ার সব ঠিকঠাকভাবে কাজ করতে হবে। কোথাও একটু ভুল ত্রুটি কিংবা গোলযোগ দেখা দিলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। তবে সফট ল্যান্ডিংয়ে সফল হলে সেটি মহাজাগতিক অনুসন্ধানের ক্ষেত্রে ইসরোর জন্য একটি নতুন দিগন্ত, উন্মোচন করবে বলে জানান তিনি। এদিকে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার মডিউলের চূড়ান্ত ‘পর্যায়ের লাইভ দেখা যাবে ইসরোর ওয়েবসাইট। একই সঙ্গে এটি দেখা যাবে ইসরোর ইউটিউব চ্যানেল, ফেসবুক এবং ডিডি ন্যাশনাল টিভি-তে। বুধবার বিকেল ৫টা বেজে ২০ মিনিট নাগাদ ওই লাইভ টেলিকাস্ট শুরু হবে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

9 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

9 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

19 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

19 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

20 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

20 hours ago