অনলাইন প্রতিনিধি:-রাশিয়ার বৃহত্তম দু’টি খনিজ তেল সংস্থাকে গত মাসে ব্ল্যাকলিস্টেড করেছে আমেরিকা। এই দুই সংস্থার কাছ থেকে কোনও দেশ তেল কিনলে তাদের উপর কঠোর নিষেধাজ্ঞা করা হবে।রাশিয়ার খনিজ তেল কেনার ক্ষেত্রে ইউরোপের একটিমাত্র দেশকে ছাড় দেবে আমেরিকা। অন্য কোনও দেশ ওই তেল কিনলেই তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। হোয়াইট হাউস থেকে এ কথা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।প্রায় চার বছর ধরে পূর্ব ইউরোপে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলছে। ট্রাম্প নিজে এই যুদ্ধ থামানোর চেষ্টা করেছেন একাধিক বার। কিন্তু সাফল্য মেলেনি। আমেরিকার দাবি, রাশিয়া তেলের ব্যবসা চালিয়ে যুদ্ধের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করছে। তাই তেলের ব্যবসা বন্ধ করে দিতে পারলে যুদ্ধ থামাতে বাধ্য হবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই যুক্তিতে আমেরিকা চড়া হারে শুল্ক আরোপ করেছে ভারতের উপরেও। রাশিয়ার তেল কেনার কারণে মার্কিন পণ্যে ভারতের উপর চাপানো হয়েছে ৫০ শতাংশ কর। এই পরিস্থিতিতে ইউরোপের দেশগুলির উপরেও ক্ষুব্ধ ট্রাম্প। কারণ, ওই মহাদেশের বহু দেশ রাশিয়ার কাছ থেকে তেল কিনে চলেছে।
ঘোষণা হোয়াইট হাউস থেকে,ইউরোপের একটি মাত্র দেশকে রাশিয়ার তেল কিনতে দেবেন ট্রাম্প, বাকিরা কিনলেই ‘শাস্তি’!
U.S. President Donald Trump waves, as he departs the White House in Washington, D.C., U.S. November 5, 2025. REUTERS/Kevin Lamarque