Categories: খেলা

গোলরক্ষক মাঠ ছাড়তেই টিম তুলে নিল চলমান

এই খবর শেয়ার করুন (Share this news)

টিএফএর মহিলা লীগ ফুটবলে ধুন্দুমার কাণ্ড । বিকল্প গোলরক্ষক নেই বলে কিল্লা মর্নিং ক্লাবের বিরুদ্ধে ম্যাচে শেষ ঊনচল্লিশ মিনিট না খেলেই মাঠ ছাড়লো চলমান সংঘ । আর তার জেরেই এ দিন এডি নগর পুলিশ মাঠে এক উত্তপ্ত ও বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয় । ম্যাচের বাকি সময়টুকু না খেলে উঠে যাওয়ায় চলমান সংঘ টিম এবং তার কোচ সুজন সরকারের বিরুদ্ধে মাঠে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করে কিল্লা মর্নিং ক্লাব টিমের মহিলা ফুটবলাররা । একই সাথে টিএফএর ভূমিকা নিয়ে মাঠে একরাশ ক্ষোভ প্রকাশ করেন কিল্লা মর্নিং ক্লাব দলের কোচ বিজয় কুমার জমাতিয়া সহ টিমের ফুটবলাররা । এডি নগর পুলিশ মাঠে এ দিন মহিলা লীগ ফুটবলের ম্যাচে কিল্লা মর্নিং ক্লাব ও চলমান সংঘ খেলতে নামে । ম্যাচটি চলমানের কাছে গুরুত্বহীন হলেও কিল্লা মর্নিং ক্লাব দলের এই ম্যাচের মধ্য দিয়ে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ ছিল । চলমানের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের টার্গেট নিয়ে মাঠে নেমেছিল এ দিন কিল্লা মর্নিং ক্লাব । সে মোতাবেক ম্যাচের শুরুটাও করলো সেভাবে তারা । প্রথমার্ধের ৩১ মিনিটের মধ্যে চারটি গোল করে নেয় কিল্লা মর্নিং ক্লাব টিম । আর সবকটি গোলই করে পঞ্চমী দেবনাথ । প্রথমার্ধের ৩১ মিনিটে পঞ্চমী তার শেষ গোলটি দেওয়ার পর বিপক্ষ চলমান সংঘের গোলরক্ষক তৃষা দেবনাথ চোট পেয়ে মাঠ ছাড়ে। বল গিয়ে বুকে লাগে তৃষার । এতে তার সিরিয়াস অবস্থা বুঝে অ্যাম্বুলেন্সে করে তাকে সাথে সাথেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় । জানা গেছে , তৃষা এখন সুস্থ । এদিকে , গোলরক্ষক তৃষা চোট পেয়ে মাঠ ছাড়তেই বিকল্প গোলরক্ষক নেই বলে টিম তুলে নেয় কোচ সুজন সরকার । তারপরই শুরু হয় মাঠে হৈচৈ । মাঠে রেফারি সহ টিএফএর কর্মকর্তাদের সাথে কোনওরকম কথা না বলে কোচ সুজন সরকার এভাবে হঠাৎ তার টিম তুলে নেওয়ার ঘটনায় মাঠে হৈচৈ শুরু করে দেয় কিল্লা মর্নিং ক্লাব দলের ফুটবলাররা । তাদের টিম কোচ বিজয় যার জমাতিয়া সহ দলের ফুটবলারদের বক্তব্য , এই ম্যাচটি তাদের কাছে যথেষ্ট গুরুত্ব ছিল । বেশি গোলে জিততে পারলে আসরে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ থাকতো । তবে তাদের আটকে দেওয়ার জন্য চক্রান্ত করা হয়েছে । এ বিষয়টি তারা কোনওভাবেই মেনে নেওয়া হবে না । চার গোলের পরেও তারা আরও পাঁচ – ছয়টি গোল যাতে দেওয়া হয় সে দাবি জানাচ্ছে । এদিকে , ম্যাচের রেফারি রিফিওজ টু প্লে এ রিপোর্ট পাঠিয়েছে টিএফএতে । এদিকে , আজকে মাঠে ঝামেলার বিষয়টি নিয়ে আগামীকাল টিএফএর মহিলা লীগ কমিটির বৈঠক ডাকা হয়েছে । সন্ধ্যা সাতটায় টিএফএর অফিসে । রেফারি আধিত্য দেববর্মা ।

Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

3 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

3 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

12 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

13 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

14 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

14 hours ago