গুয়াহাটির বদলে ইন্ডিগোর বিমান নামল ঢাকায়!!

অনলাইন প্রতিনিধি:-মুম্বাই থেকে গুয়াহাটিগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি উড়ান ঢাকায় জরুরি অবতরণ করানো হয়েছে।যাত্রীদের পাসপোর্ট ভিসা না থাকায় তারা বিমান থেকে নামতে পারেননি।ঘন কুয়াশার কারণে বিমানটিকে বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।শনিবার ভারতীয় সময় ভোর ৪টার দিকে বিমানটি ১৭৮ যাত্রী নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।যাত্রীদের উড়োজাহাজের ভেতরেই থাকতে হয়।কারণ,পাসপোর্ট ছাড়াই ওই যাত্রীদের আন্তর্জাতিক সীমানা অতিক্রম করতে হয়েছে। কয়েক ঘন্টা ধরে আটকে থাকার বিষয়টি যাত্রীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানাতে থাকেন- ‘ইন্ডিগোর ৬ই ৫৩১৯ ফ্লাইট মুম্বাই থেকে গুয়াহাটিতে যাচ্ছিলো।কিন্তু ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি গুয়াহাটিতে অবতরণ করতে পারেনি।এর পরিবর্তে এটি ঢাকায় অবতরণ করে।এক বিবৃিতে ইন্ডিগো কর্তৃপক্ষ বলেছে ঘন কুয়াশার কারণে মুম্বাই থেকে দামি ইন্ডিগো ৬ ই৫৩১৯ ফ্লাইটটি ঢাকার দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।ফ্লাইটটিকে ঢাকা থেকে গুয়াহাটিতে ফিরিয়ে নিতে ক্রুদের বিকল্প একটি দলকে আনা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪-এর তথ্যানুযায়ী,শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে যাত্রা করে বিমানটি রাত ১১টা ১০ মিনিটে গুয়াহাটিতে পৌঁছানোর কথা ছিল।তবে ফ্লাইটটি তিন ঘন্টা দেরিতে রাত ১১টা ২০ মিনিটের দিকে মুম্বাই থেকে গুয়াহাটির উদ্দেশে রওনা দেয়।১২ ঘন্টা পর সেটি গন্তব্যে পৌঁছেছে।

Dainik Digital: