গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দা!!

অনলাইন প্রতিনিধি :-গুলিবিদ্ধ অভিনেতা তথা শিবসেনা নেতা গোবিন্দা। জানা গিয়েছে ভুলবশতই তাঁর নিজের বন্দুক থেকে গুলি বেরিয়ে যায় এবং তাঁর পায়ে লাগে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর ৪.৪৫ নাগাদ।গুলি তাঁর হাঁটুতে লেগেছে জানা গিয়েছে।অভিনেতা-রাজনীতিবিদ সেই সময় বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ভোরের বিমান ধরে কলকাতায় আসার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ঘটনার পরেই মুম্বইয়ের এক হাসপাতালে ক্রিটিকাল কেয়ার বিভাগে ভর্তি রাখা হয়েছে অভিনেতাকে। ঠিক কীভাবে তাঁর নিজের বন্দুক থেকে ভুলবশত গুলি ছুটে গেল, সেই বিষয়টি এখনও ধোঁয়াশার মধ্যে।

Dainik Digital: