গুণগত শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: মুখ্যমন্ত্রী!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-গুণগত শিক্ষা
প্রদান করা সম্ভব না হলে শিক্ষার কোনও মূল্যই থাকে না। মঙ্গলবার আমতলি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে একসাথে পশ্চিম ত্রিপুরা জেলার মোট ছয়টি বিদ্যালয়ের নতুন পাকা ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। ভার্চুয়ালি এই পাকা ভবনগুলির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের অন্যতম অগ্রাধিকারের ক্ষেত্র হচ্ছে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সাধন। তিনি বলেন, গুণগত শিক্ষা ছাড়া কোনও জাতিরই অগ্রগতি সম্ভব নয়।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ধরিত্রী দিবস উপলক্ষে এদিন একটি কিউ আর কোডেরও উন্মোচন করেন। তার কথায়, কার্যত প্রকৃতিকে কীভাবে স্বাভাবিক রাখা যায় সেজন্যই চেষ্টা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কারণ বাস্তুতন্ত্রের ভারসাম্য ঠিক না থাকলে নানা সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের।এ কারণেই কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রক বাইশ এপ্রিল থেকে আগামী ত্রিশ এপ্রিল পর্যন্ত এই কিউ আর কোড কর্মসূচি চালু করেছে। কিউ আর কোডটি চালু করে শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী এদিন ছাত্রছাত্রীদের পাঠদানের ক্ষেত্রে সময়ের সাথে সাথে নিজেদেরও আপডেট করার পরামর্শ দেন।
মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে রাজ্য সরকার। তিনি মনে করেন, শিক্ষার সামগ্রিক উন্নয়ন না হলে কোনও রাজ্য কিংবা দেশই সামনের দিকে এগিয়ে যেতে পারে না। আমতলি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত পাকা ভবনের পাশাপাশি এদিন হেনরি ডিরোজিও একাডেমি, গান্ধীগ্রাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, তালতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, ইন্দ্রনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং নন্দননগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়েরও নতুন পাকা ভবনের দ্বারোদ্‌ঘাটন করেন মুখ্যমন্ত্রী। ভার্চুয়ালি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, স্পেশাল অ্যাসিস্টেন্ট ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড ও সমগ্র শিক্ষার সম্মিলিত তহবিলের মাধ্যমে এগুলি করা হয়।
অনুষ্ঠানে রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভুলন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি তথা মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা আরও একবার মানবিকতার নজির রাখলেন। অনুষ্ঠান মঞ্চে এদিন আচমকাই স্কুলের প্রধান শিক্ষিকা রত্না চৌধুরীর শারীরিক অসুস্থতা চোখ এড়াতে পারেনি মুখ্যমন্ত্রীর। অসুস্থতা বোধ করলে অনুষ্ঠানের মাঝপথেই সোজা তার কাছে ছুটে গিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন তিনি। একই সাথে তাকে দ্রুততার সাথে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করে দেন মুখ্যমন্ত্রী।

Dainik Digital

Recent Posts

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

8 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

8 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

9 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

9 hours ago

সমাজিকমাধ্যমে বিদেশসচিব মিস্রীকে কুৎসিত ভাষায় আক্রমণ নেটিজেনরা!!

অনলাইন প্রতিনিধি :-সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিদেশসচিব বিক্রম মিস্ত্রি। রবিবার সকাল থেকে…

10 hours ago

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফের উচ্চস্তরীয় বৈঠক!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার সকালে উচ্চস্তরীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন তাঁর লোক কল্যাণ…

1 day ago