গাড়ি চুরি করে নিয়ে যাওয়ার পথে আটক চোর!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি,তেলিয়ামুড়া।।বিশালগড় থানা এলাকা থেকে এক দূরপাল্লার ১৪ চাকার লরি চুরি করে পালিয়ে যাওয়ার পথে জি.পি.এস লোকেশন ট্রেক করে সেই গাড়ি ও চোরকে আটক করলো তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনা শনিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন জারুইলং বাড়ি এলাকায়।
গাড়িটির নম্বর TR05-D-1828। আটক করা হয় রফিক আলম নামে এক অভিযুক্তকে। যে গাড়িটি চালিয়ে নিয়ে যাচ্ছিল।

Dainik Digital: