গান্ধীনগরে বললেন মুখ্যমন্ত্রী,২২-এ রাজ্যে আসতে পারেন মোদি!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ২২ সেপ্টেম্বর রাজ্য সফরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। রাজ্যে এসে তিনি ত্রিপুরেশ্বরী মন্দিরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করবেন। শনিবার গান্ধীনগরের জাতীয় ফরেনসিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে একটি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা একথা জানান। দ্বিতীয় আন্তর্জাতিক ফরেনসিক ওডন্টোলজি সম্মেলনে এদিন প্রধান অতিথি হিসেবে ভাষণ দিচ্ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে এনএফএসইউ ত্রিপুরায় ফরেনসিক ওডন্টোলজির উপর একটি এমএসসি কোর্স খোলারও আহ্বান রাখেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, ওডন্টোলজি, ফরেনসিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে তদন্ত প্রক্রিয়াকে সহায়তা এবং ন্যায়বিচার প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐকান্তিক সহযোগিতায় খুব অল্প সময়ের মধ্যে ত্রিপুরায় একটি সরকারী ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। রাজ্যে এখন একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি সহ ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি, স্টেট ইউনিভার্সিটি, ট্রিপল আইটি এবং এমন অনেক বেসরকারী ইউনিভার্সিটিও রয়েছে। এদিক থেকে রাজ্যে ফরেনসিক সায়েন্সের উপর একটি এমএসসি কোর্স খোলা হলে এটি গোটা উত্তরপূর্বাঞ্চলকেই উন্নত করবে।আন্তর্জাতিক সম্মেলনে এদিন উপস্থিত ছিলেন পদ্মশ্রী সম্মান প্রাপক ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. জেএম ব্যাস, গুজরাটের ডিজিপি (সিআইডি ক্রাইম) মনোজ কুমার আগরওয়াল সহ বিশিষ্ট বিজ্ঞানী ও অন্য বিশিষ্ট জনেরা। মুখ্যমন্ত্রী এদিন রাজ্যের আইনশৃঙ্খলা প্রসঙ্গ, সন্ত্রাসমুক্ত ত্রিপুরার নানা প্রসঙ্গ উত্থাপন করে বক্তব্য রাখেন। উত্তর-পূর্বে রেল, বিমান এবং ইন্টারনেটের প্রসঙ্গ উত্থাপন করেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তার ঐকান্তিক সহযোগিতায়ই সম্ভব হয়েছে এসব। গোটা উত্তর-পূর্বাঞ্চল এখন হয়ে উঠেছে ‘অষ্টলক্ষ্মী’। আর এই অষ্টলক্ষ্মীর উন্নয়ন হলেই গোটা দেশেরও উন্নয়ন হবে বলে তিনি মনে করেন।

Dainik Digital: