গাঁজা সহ তিন মহিলা আটক!!

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে ধর্মনগর রাজবাড়ি ট্রাই জংশন থেকে তিন মহিলাকে আটক করে ধর্মনগর থানার পুলিশ। আটক তিন মহিলাকে ধর্মনগর থানায় এনে তল্লাশি চালালে তাদের ব্যাগ থেকে ছয় প্যাকেটে মোট ৯কেজি ৪০০ গ্রাম শুঁকনো গাঁজা উদ্ধার করে পুলিশ।

ধৃত মহিলাদের নাম বাতাসিয়া দেবী, শোভা দেবী ও রেখা দেবী। তাদের প্রত্যেকের বাড়ি বিহারে। বর্তমানে ধর্মনগর মহিলা থানার হেপাজতে রয়েছে তিন মহিলা। ধর্মনগর থানার অফিসার ইনচার্জ শিবু রঞ্জন দে জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে তিন মহিলাকে আটক করা হয়েছে, তাদের কাছ থেকে ছয় প্যাকেটে মোট ৯কেজি ৪০০ গ্রাম শুঁকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। তারা শনিবার সকালে এই গাঁজা নিয়ে ট্রেনে করে আগরতলা থেকে ধর্মনগরে আসে বলে জানা যায়।

Dainik Digital: