অনলাইন প্রতিনিধি :-গরুকে ‘রাজ্য মাতা’-(স্টেট মাদার) সম্মান দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে তার সরকার, এমনটাই জানালেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। সম্প্রতি একটি ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তার সরকারের এই পদক্ষেপের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, এমন উদ্যোগ রাজ্যের ধর্মীয় এবং সাংস্কৃতিক তাৎপর্যের দিকটিকে প্রতিফলিত করবে।
‘এই ছত্তিশগড় মাতা কৌশল্যার বাপেরবাড়ি এবং ভগবান রামের মামারবাড়ি বলে পরিচিত। আর সেই ভূমিতেই আমরা রাম রাজ্য গড়ে তুলব, যেখানে সবসময় শান্তি, সম্প্রীতি এবং বিশ্বাসের দিকটি বজায় থাকবে’- রায়পুরের ওই ধর্মীয় অনুষ্ঠানে এমন কথাই বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সরকারি এক আধিকারিক জানিয়েছেন, রাজ্য মন্ত্রীসভায় এই প্রস্তাবটি পেশ করা হবে, তারপরেই মন্ত্রীসভার তরফে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বিশেষজ্ঞ, ধর্মীয় পণ্ডিত এবং আইনি পরামর্শদাতাদের সঙ্গে কথা বলে এই বিষয়ে নির্দিষ্ট একটি গাইডলাইন তৈরি করা হবে এবং সেইমতো এই ক্ষেত্রে নির্দেশিকা জারি করবে সরকার। রাজ্য সরকারের এই পদক্ষেপের কথা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, রাজ্যের মাওবাদী সমস্যা প্রায় মিটে গিয়েছে। শীঘ্রই সম্পূর্ণভাবে এই সমস্যা মিটে যাবে। এখন সবটাই শুধু একটু সময়ের অপেক্ষা। সরকারের লাগাতার চেষ্টার কারণেই এই সাফল্য পাওয়া গিয়েছে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী।