গরম না পড়তেই শুরু বিদ্যুৎ বিভ্রাট, নাজেহাল মানুষ!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-সামান্য গরম পড়তে না পড়তেই রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে বিদ্যুৎ বিভ্রম।রাজ্যের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সংকট তো এক অর্থে নিয়ম হয়ে দাঁড়িয়েছে।রাজ্যের রাজধানী শহর আগরতলা পর্যন্ত বাইরে নয় এই সমস্যার।প্রায় পক্ষকাল ধরে রাজ্যের অন্য বহু এলাকার পাশাপাশি রাজধানী শহর আগরতলায় মোটামুটি নিয়ম করে নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়। প্রচলিত ভাষায় চলছে লোডশেডিং। অথচ ত্রিপুরা বিদ্যুৎ উৎপাদনে উদ্বৃত্ত রাজ্য হয়ে গেছে বহু আগে। তারপরও প্রায় নিয়ম রাজ্যের রাজধানী শহর আগরতলা সহ বিভিন্ন জেলা এবং মহকুমা সদরের পাশাপাশি সারা রাজ্যে চলছে বিদ্যুৎ ছাঁটাই তথা লোডশেডিং। এর কারণ নিয়ে সদুত্তর পাওয়া যায়নি সংশ্লিষ্ট বিভিন্ন মহল থেকে। তাছাড়া বর্ষা শুরু না হতেই বিদ্যুৎ বিভ্রম চলার কারণ কী সেটা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। বুধবার, পাঁচ মার্চও রাজধানী শহরের বিভিন্ন অংশে বিদ্যুৎ বিভ্রাট চলেছে বলে খবর। ওয়াকিবহাল মহলের বক্তব্য শুধু প্রচার সর্বস্ব কাজ চলছে বলে অন্য বহু ক্ষেত্রের মতো বিদ্যুৎ ক্ষেত্রেও ভোগান্তি বাড়ছে। বাড়ছে রাজ্যব্যাপী। বুধবার, পাঁচ মার্চ আগরতলা শহরের বিভিন্ন অংশে সকাল থেকে রাত পর্যন্ত বিদ্যুৎ চপলতা চলে। আবার টানা দীর্ঘ সময় ধরে শহরের বিভিন্ন অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়।সকালে আগরতলার ধলেশ্বরের বিস্তীর্ণ এলাকায় দীর্ঘ সময় ধরে বিদ্যুতের দেখা পাওয়া যায়নি। ধলেশ্বর সংলগ্ন বনমালীপুর এবং পূর্ব শিবনগরের একাংশেও একই পরিস্থিতি কায়েম হয়। বিদ্যুৎ পাওয়া যায়নি শহরের আরও কিছু এলাকায়। এর মধ্যে রয়েছে নাগেরজলা, ভট্টপুকুর সহ হাওড়া নদী সংলগ্ন পশ্চিম প্রতাপগড়, বড়দোয়ালী ইত্যাদি এলাকা। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের রামনগর ও কৃষ্ণনগরের একাংশের পাশাপাশি বড়জলা, অভয়নগর, ভুবনবন ইত্যাদি এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। তাছাড়া শহরের দক্ষিণের প্রান্তিক এলাকা আমতলি ও সংলগ্ন গ্রামাঞ্চলে বিদ্যুৎ দুর্ভোগ প্রায় নিয়ম হয়ে দাঁড়িয়েছে।অবস্থা আরও খারাপ তুলনায় রাজ্যের সদর মহকুমা তথা রাজধানী শহর আগরতলার কাছের এলাকাগুলিতে। এরমধ্যে রয়েছে সিপাহীজলা জেলা সদর বিশালগড়ও। খোদ বিশালগড় পুর পরিষদ এলাকায় নিত্য বিদ্যুৎ যন্ত্রণা চলে বলে খবর। বিশালগড়ের গ্রামীণ এলাকার হাল আরও খারাপ। সিপাহীজলা জেলার মধ্যে বিদ্যুতের প্রশ্নে সবচেয়ে খারাপ অবস্থা জম্পুইজলা মহকুমার। এই মহকুমার বহু অংশে একবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে তা পুনরায় চালু হতে সপ্তাহখানেক গড়িয়ে যায়। সেই দিক থেকে রাজ্যের পিছিয়ে পড়া জেলা হিসেবে পরিচিত ধলাইয়ের গণ্ডাছড়া, লংতরাইভ্যালির বিদ্যুৎ পরিস্থিতি অনুমেয়। ওই দুই মহকুমার বিভিন্ন অংশে বিদ্যুৎ সংযোগ নিয়মিত চালু থাকাই অনিয়ম বলে জানা যায়। গরম পড়তে না পড়তেই এই সব এলাকায় বিদ্যুৎ যন্ত্রণা লাগাম ছাড়িয়ে যেতে চলেছে বলে খবর। এর ফলে ক্ষোভ বেড়ে চলছে জনমনে।

Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

4 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

4 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

13 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

14 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

14 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

14 hours ago