দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। গভীর রাতে রোগী পরিচয় দিয়ে সরকারি আবাসে ঢুকে চিকিৎসককে বেধড়ক মারধোর করা হয়েছে। এমন কি, চিকিৎসকে খুন করার উদ্দেশ্যে ছুরি দিয়েও আক্রমণ চালানো হয়। কপালজোরে চিকিৎসক প্রাণে বেঁচে যান , একই আবাসে থাকা অপর চিকিৎসক সহ এক সহকারী বেরিয়ে আসায়। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে ছৈলেংটায়। বর্তমানে আহত চিকিৎসক জিবি হাসপাতাল চিকিৎসাধীন। এই ব্যপারে ছৈলেংটা থানায় মামলা করা হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহলে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। অথচ পুলিশ এখনো চিকিৎসকের উপর আক্রমণকারীদের আটক করতে পারেনি।
আক্রান্ত চিকিৎসকের নাম দেববীর দাস। তিনি জানান, দুই জানুয়ারি রাত সারে বারোটা নাগাদ তার সরকারি আবাসের দরজায় কলিং বেল বেজে ওঠে। বাহিরে থেকে বলা হয় রোগী রয়েছে। রোগীর কথা শুনে দরজা খুলে দিতেই দুজন যুবক তাঁকে আক্রমণ করতে থাকে। এতে চিকিৎসক কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন । দুজনের মাথা ও মুখ ঢাকা ছিলো মাঙ্কি টুপিতে। স্বাভাবিক ভাবেই তাদেরকে চিনতে পারেন নি ওই চিকিৎসক।
বেশ কিছু সময় ধরে দুজন মিলে তার ওপর আক্রমণ চালায়, এবং বলতে থাকে “অনেক হয়েছে চিকিৎসা, আর করতে হবে না”। সাথে চলে নানা বিশ্রী গালাগাল। হঠাৎই এক আক্রমণকারী যুবক হাতে ছুরি নিয়ে আক্রমণ চালায়। চিকিৎসকের চিৎকার শুনে পার্শ্ববর্তী অন্য একজন চিকিৎসক এবং এক কর্মী এসে তাঁকে রক্ষা করে। তখনই আক্রমণকারীরা পালিয়ে যায়। এই ঘটনায় জনমনে ব্যপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…
অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…
অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…
অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…
অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…
অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…