খুন করা হয়েছে টমটম চালককে, আটক স্ত্রী!!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, খোয়াই।। অবৈধ সম্পর্কের জেরে খুন করা হয়েছে খোয়াই জাম্বুরা এলাকার টমটম চালককে। বুধবার সেই টমটম চালকের স্ত্রী অমৃতা ঘোষকে পুলিশ গ্রেফতার করেছে স্বামীকে খুন করানোর অভিযোগে। এই ঘটনায় মূল অভিযুক্ত লাল ছড়ার যুবক অনিমেষ মোদক পলাতক। টমটম চালকের স্ত্রী পুলিশের জেরার মুখে খুনের ঘটনা স্বীকার করেছে। এই ঘটনায় পুলিশ একটি খুনের মামলা নিয়েছে খোয়াই থানার পুলিশ।
ধৃত মহিলাকে বুধবারই আদালতে হাজির করেছে পুলিশ।

এই হত্যাকাণ্ড নিয়ে টমটম চালকের স্ত্রী অমৃতা ঘোষ পুলিশকে জানিয়েছে, লাল ছড়ার যুবক অনিমেষ মোদক এর সঙ্গে তার গোপনে ভালোবাসার সম্পর্ক ছিল। এই হত্যাকাণ্ড অনিমেষ মোদক সহ আরো কয়েকজন মিলে সংঘটিত করেছে। পুলিশ জানিয়েছে, অনিমেষ মোদক মঙ্গলবার বাড়ি ছেড়ে পালিয়েছে। উল্লেখ, মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ পুলিশ মৃত টমটম চালকের লাশ হস্তান্তর করে রাজ্য পুলিশের হাতে। টমটম চালককে খুন করে খোয়াই নদীতে ফেলে দেওয়া হয়েছিল। সেই লাশ উদ্ধার হয় বাংলাদেশে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Dainik Digital: