খাবারের স্টল খুলে বসলেন ৮০ বছরের প্রাক্তন সেনা আধিকারিক!!

অনলাইন প্রতিনিধি :-এককালে দেশের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অবসরের পর ঘরে বসে না থেকে খাবারের দোকান খুললেন ৮০ বছরের প্রাক্তন সেনা আধিকারিক। রাস্তার ধারেই তাঁর ছোট্ট ফুড স্টল। নিজের হাতেই রান্না করেন, নিজের হাতেই পরিবেশনও করেন। সন্ধে হলেই সেই ফুড স্টলে উপচে পড়ে ভিড়। ৮০ বছর বয়সি প্রাক্তন সেনা আধিকারিকের ফুড স্টলটি মধ্যপ্রদেশের ইন্দোরের খাজরানা রোডের চন্দ্রলোক কলোনিতে মর্ডান গিফট স্টোরের উল্টোদিকেই এই ফুড স্টলটি অবস্থিত। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন বিয়ে করিনি,করলে আমার স্বপ্নপূরণ হত না!’ নিজস্ব ফুড স্টল খোলার ইচ্ছে ছিল দীর্ঘদিনের। চাকরি থেকে অবসর নেওয়ার পরেই স্বপ্নপূরণ করেছেন তিনি।

Dainik Digital: