খবরে টনক নড়লো প্রশাসনের!!

অনলাইন প্রতিনিধি :-গত ক’দিন ধরেই বাজারে পেঁয়াজের মূল্য আমজনতার চোখে জল ঝাড়াচ্ছ। কোনও কারন ছাড়াই একলাফে ৫০ টাকা থেকে ৭০ টাকা কেজি হয়ে যায় পেঁয়াজের।এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে দৈনিক সংবাদ এবং দৈনিক সংবাদ অনলাইনে খবর প্রকাশের পর, টনক নড়ে প্রশাসনের। বুধবার সদর মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের উদ্যোগে মহারাজগঞ্জ বাজারে অভিযান চালানো হয়।

অভিযান বন্ধ থাকলে কি করে বেড়ে যায় পেঁয়াজের দাম? এ ব্যাপারে কোন উত্তর দিতে পারেনি অভিযানকারী দলের সদস্যরা। অভিযান কালে তিন চারটি রিকশা ও ঠেলা বোঝাই পেঁয়াজ আটক করে তারা, কোনও কাগজ দেখাতে না পারায়।

Dainik Digital: