ক্ষোভের মুখে বিজেপি’র শীর্ষ নেত্রী!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। মানুষের ক্ষোভের মুখে বিজেপির শীর্ষ নেত্রী পাতাল কন্যা জমাতিয়া। দিনভর আটকে রইলেন এক বাড়িতে। বিজেপি প্রদেশ সহ-সভানেত্রী পাতালকন্যা জমাতিয়া বৃহস্পতিবার খোয়াই বেলছড়া এলাকায় আসেন সাংগঠিনক কাজে। কিন্তু স্থানীয় মহিলারা তাকে কালো পতাকা দেখায়।

গো ব্যাক, গো ব্যাক স্লোগান তুলে। পাতালকন্যা ওই বাড়িতে দিনভর আটকে থাকেন। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ছুটে যায়।সন্ধ্যার পর কোনও রকমভাবে সেখান থেকে ফিরে আসেন তিনি। স্থানীয়দের অভিযোগ, পাতালকন্যা টিপিএফ গঠন করে মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন। সেই টাকা ফেরৎ চাইছেন সবাই। যদিও, এই ঘটনার পিছনে তিপ্রামথার যোগ রয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে।

Dainik Digital: