Categories: খেলা

ক্রীড়া সংস্থাগুলির নানা সমস্যা ১৬ই বৈঠক ডাকলো ত্রিপুরা অলিম্পিক

এই খবর শেয়ার করুন (Share this news)

রাজ্যে বিভিন্ন ইভেন্টে খেলাধুলার আয়োজনের ক্ষেত্রে নানাহ সমস্যা এবং তা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন তার অধীনস্থ রাজ্যের সমস্ত ক্রীড়া সংস্থা ও ইউনিটগুলোকে নিয়ে আলোচনায় বসছে। আগামী ষোল এপ্রিল বেলা বারোটায় এই বৈঠক হবে।ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায় আজ এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলেন, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের অধীনস্থ রাজ্যের সমস্ত ক্রীড়া সংস্থা ও ইউনিটগুলোকে নিয়ে বৈঠক করা হচ্ছে। খেলাধুলার আয়োজন ও অ্যাসোসিয়েশন পরিচালনার ক্ষেত্রে তাদের কী কী সমস্যা রয়েছে সে বিষয়গুলো সম্পর্কে জানা হবে।পাশাপাশি ওই সমস্যাগুলো নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।একই সাথে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন এই রাজ্যের খেলাধুলার সার্বিক উন্নয়ন ও প্রসারে এবং বিভিন্ন ইভেন্টের ক্রীড়া সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজকর্ম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব আরও জানান, রাজ্যে খেলাধুলা আয়োজনের ক্ষেত্রে বিভিন্ন ইভেন্টের অ্যাসোসিয়েশনগুলো নানাহ সমস্যার মুখোমুখি হচ্ছে। নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে ক্রীড়া সংস্থাগুলোর সামনে।শুধু তাই নয়, বহি:রাজ্যে বিভিন্ন ইভেন্টে টিম পাঠানোর ক্ষেত্রেও নানাহ সমস্যা সামনে আসছে। এমনকি রাজ্যের প্রকৃত ক্রীড়া সংস্থাগুলো বহি:রাজ্যে জাতীয় আসরগুলোতে টিম পাঠাতে বাধাপ্রাপ্ত হচ্ছে। এতে রাজ্যের প্রকৃত খেলোয়াড়রা বঞ্চিত হচ্ছে। রাজ্যের প্রকৃত ক্রীড়া সংস্থাগুলোকে বঞ্চিত করে একটা মহল বাঁকাপথে বহি: রাজ্যে টিম পাঠিয়ে দিচ্ছে। ক্রীড়া সংস্থাগুলোর এই সমস্যা নিরসনে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।এদিকে জানা গেছে, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের অধীনস্থ বিভিন্ন ইভেন্টের ক্রীড়া সংস্থাগুলোকে ত্রিপুরা ক্রীড়া পর্ষদ কর্তৃক সরকারী আর্থিক বঞ্চনার শিকার হচ্ছে। তাতে বিভিন্ন ক্রীড়া সংস্থাগুলো বিশেষ করে গত কয়েক বছর ধরে খেলাধুলা আয়োজনের সমস্যা যেমন পড়ছে তেমনি বহি:রাজ্যে নানা সময় টিম পাঠাতে গিয়েও সমস্যায় পড়ছে। এমনিতেই রাজ্যে অলিম্পিক অ্যাসোসিয়েশনগত ঝামেলায় মহা সমস্যায় পড়েছে ক্রীড়া সংস্থাগুলো।এর মধ্যে আবার ত্রিপুরা ক্রীড়া পর্ষদ কর্তৃক আর্থিক বঞ্চনার কারণে দিশাহারা অবস্থা ক্রীড়া সংস্থাগুলোর। গত কয়েক বছর ধরে এই ধরনের বঞ্চনা ও নানাহ প্রতিবন্ধকতা, ঝামেলার কারণে ক্ষোভে ফুঁসছে বিভিন্ন ক্রীড়া সংস্থাগুলো। এর মধ্যে আবার সরকারী স্পোর্টস অ্যাক্টের (ক্রীড়ানীতি) জাঁতাকলে পড়ে আরও দুর্দশা ক্রীড়া সংস্থাগুলোর।জানা গেছে, ক্রীড়া সংস্থাগুলো তাদের ক্ষোভের বহি:প্রকাশ ঘটাতে পারে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের বৈঠকে।

Dainik Digital

Recent Posts

ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…

13 hours ago

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…

13 hours ago

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

15 hours ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

15 hours ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

16 hours ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

17 hours ago