কোভিড ভ্যাকসিন অমৃত মহোৎসব

দৈনিক সংবাদ অনলাইন।। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা রাজধানীর আইজিএম হাসপাতালে শুক্রবার কোভিড ভ্যাকসিন অমৃত মহোৎসবের সূচনা করেন। উল্লেখ্য, স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে ৭৫ দিনের ভ্যাকসিন ক্যাম্পেইন জন অভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

রাজ্যে প্রায় ১ হাজার ৪০০টি কোভিড টিকাকরন সেন্টারে কোভিড টিকার আগাম সুরক্ষার ডোজ দেওয়া হবে। রাজ্যে এখন পর্যন্ত ৫৫ লক্ষ ১৭ হাজার ২২ ডোজ টিকা দেওয়া হয়েছে। রাজ্যে বর্তমানে প্রায় ১৯ লক্ষ ৯৩ হাজার ৭৮৮ জন নাগরিককে কোভিড টিকার সুরক্ষা ডোজ দেওয়া হবে।

Dainik Digital: