কেন্দ্রীয় কারাগারে বন্দিদের নামাজ আদায়!!

অনলাইন প্রতিনিধি :-ঢাকার কেন্দ্রীয় কারাগারে পবিত্র ঈদুল আজহারে তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। একটি বন্দিদের জন্য এবং বাকি দুটি কারা স্টাফদের জন্য। শনিবার সকাল ৭টায় কারাগারের কর্মকর্তা ও কর্মচারীরা পবিত্র ঈদের নামাজ আদায় করেন। পরবর্তী সময় সকাল ৮টা ১৫ মিনিটে বন্দিরা ঈদের নামাজ আদায় করেন। শনিবার হাজারো বন্দি ঈদের নামাজের অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, কারাগারে বন্দিদের জন্য ঈদ উপলক্ষে বিশেষ খাবারেরও আয়োজন করা হয়েছে। কারাগারের কয়েদিদের জন্য ৮টি গরু ও ১০টি খাসি জবাই করা হবে। জলখাবারে ছিল পায়েস ও মুড়ি; দুপুরে থাকবে মুরগির রোস্ট, গরু ও খাসির মাংস, স্যালাদ, কোমল পানীয়, মিষ্টান্ন ও পান-সুপারি। আত্মীয়স্বজনদের মাধ্যমে আরপি গেটে উপহার ও সুভেনিয়রও বিতরণ করা হচ্ছে।ধর্মীয় অনুভূতিকে সম্মান জানিয়ে বন্দিদের ঈদ উদযাপন নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Dainik Digital: