কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর সঙ্গে বৈঠক,কৃষি উৎপাদন বাড়াতে আরও তিনটি প্রকল্প আসছে: রতন!!

অনলাইন প্রতিনিধি :-কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আরও তিনটি প্রকল্প ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এই ঘোষণা হবে আগামী ১১ অক্টোবর।সেই পরিপ্রেক্ষিতে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন লাল নাথ বৃহস্পতিবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান-এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। বৈঠকে সারা দেশে চালু হতে চলা তিনটি প্রকল্প, যথাক্রমে ‘প্রধানমন্ত্রী ধন ধান্যে কৃষি যোজনা’, ‘ডাল শস্য মিশন’ এবং ‘ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং’, সংক্রান্ত প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই তিনটি প্রকল্প আগামী ১১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
এদিন বৈঠকশেষে মন্ত্রী রতন লাল নাথ জানান, দেশের সকল রাজ্যের কৃষিমন্ত্রীদের উপস্থিতিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। তিনি জানান, মূল লক্ষ্য হলো যেসব জেলায় কৃষি উৎপাদন খুবই কম এবং কৃষিকাজে নিয়োজিত মানুষের সংখ্যা তুলনামূলকভাবে কম, সেই সব এলাকাকে কৃষিক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করে তোলা। আমাদের রাজ্যের উত্তর জেলা এই প্রকল্পের আওতায় আসবে। মন্ত্রী বলেন, কৃষকদের আরও সহায়তা ও ক্ষমতায়নের লক্ষ্যে এই তিনটি প্রকল্পের জাতীয় পর্যায়ে উদ্বোধন হবে ১১ অক্টোবর সকাল ১০টায়। এদিন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান উপস্থিত থাকবেন।
তিনি আরও জানান, ত্রিপুরায় মূল অনুষ্ঠানটি হবে রাজ্য কৃষি গবেষণা কেন্দ্র এডিনগরে।পাশাপাশি প্রতিটি জেলার সদর দপ্তর, কৃষি মহকুমা ও ব্লক স্তরেও একই কর্মসূচি পালিত হবে। রাজ্যস্তরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও সাংসদ, বিধায়ক, এমডিসি, বিএসি চেয়ারম্যান, ব্লক চেয়ারম্যান, কর্পোরেটর, সভাধিপতি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। রাজ্যের শ্রেষ্ঠ এফপিও, এফপিসি এবং প্রাকৃতিক কৃষিতে যুক্ত কৃষকরাও এই অনুষ্ঠানে অংশ নেবেন।
তিনি আরও বলেন, এই উপলক্ষে এদিন দেশের সকল রাজ্যের কৃষিমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বৈঠকে এছাড়াও জৈব ও ন্যাচারাল ফার্মিং বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

Dainik Digital: