Categories: খেলা

কেন্দ্রকে আরও উদ্যোগ নেওয়ার নির্দেশ দেশের শীর্ষ আদালতের!

এই খবর শেয়ার করুন (Share this news)

কেন্দ্রের উপর আস্থা রেখে শুনানি আরও চারদিন পিছিয়ে দিলো দেশের শীর্ষ আদালত । ভারতীয় ফুটবলে ফিফার নির্বাসন নিয়ে মঙ্গলবার আদালতে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল কেন্দ্র । বুধবার শুনানি শুরুও হয়েছিল , কিন্তু কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে বলেন , নির্বাসন সমস্যা মেটানোর জন্য চেষ্টা করে যাচ্ছে কেন্দ্র । মঙ্গলবার ফিফার প্রতিনিধির সঙ্গে দু – দুবার কথা বলেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক , আরও আলোচনার প্রয়োজন আছে । সমস্যা মেটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে । খুব তাড়াতাড়ি ভারতীয় ফুটবলের এই সঙ্কট মিটে যাবে এ ব্যাপারে কেন্দ্র খুবই আশাবাদী । কেন্দ্রের সলিসিটর জেনারেলের বক্তব্য শোনার পর বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ আজ মামলার শুনানি স্থগিত করে দেয় । সোমবার এই মামলার শুনানি হবে বলে জানিয়ে দেন বিচারপতিরা । প্রসঙ্গত উল্লেখ্য , তৃতীয়পক্ষের হস্তক্ষেপের কারণে গতকাল অল ইণ্ডিয়া ফুটবল ফেডারেশন তথা ভারতীয় ফুটবলকে অনির্দিষ্টকালের জন্য সাসপেণ্ড করেছে ফিফা । এ দিন শুনানিতে বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে , এ মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এআইএফএফের উপর থেকে কীভাবে নির্বাসন উঠবে ? এআইএফএফ নির্বাসিত হওয়ার ফলে ভারতে আসন্ন মহিলাদের অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপ নিয়ে সংশয় দেখা দিয়েছে । সলিসিটর জেনারেলের বক্তব্যে আপাতত সন্তুষ্ট বিচারপতিরা । তারা জানিয়েছেন , সমস্যা সমাধানে মনে হচ্ছে কেন্দ্র ঠিক পথেই এগোচ্ছে । তাই কেন্দ্রকে আরও কয়েকদিন সময় দিতে চাইছেন বিচারপতিরা । তাই শুনানি চারদিন পিছিয়ে বাইশ আগষ্ট , সোমবার ডাকা হয়েছে । আদালত মনে করছেন , কেন্দ্র সঠিক পথে এগোচ্ছে । জানা গেছে , আদালতের বাইরে গিয়ে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্ৰক থেকে ফিফার সাথে আলোচনা করা হচ্ছে যাতে দ্রুত এআইএফএফ থেকে নির্বাসন তুলে নেওয়া যায় । ফিফা নাকি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে প্রস্তাব দিয়েছে যে , দুটি শর্ত মেনে নিলেই উঠে যাবে নির্বাসন । তবে এক্ষেত্রে সমস্যা হতে পারে ফেডারেশনের নির্বাচনে চব্বিশজন প্রাক্তন জাতীয় ফুটবলারের ভোটাধিকার । মূলত ফেডারেশন থেকে এই নির্বাসন উঠতে দুটি শর্ত দিয়েছে ফিফা । এক , কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সকে অর্থাৎ সিওএকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে এবং দুই , সর্বভারতীয় ফুটবল সংস্থার হাতে পুরো দায়িত্ব তুলে দিতে হবে । দ্বিতীয় শর্ত মানতে হলে করতে হবে নির্বাচন । মোট কথা , নির্বাচন হলেই কেটে যাবে সব কালো মেঘ । যত তাড়াতাড়ি নির্বাচন করা যাবে ততো তাড়াতাড়ি নির্বাসন উঠবে ভারতীয় ফুটবলে । এ মাসের শেষে অবশ্য ফুটবল ফেডারেশনের নির্বাচন হওয়ার কথা ।

Dainik Digital

Recent Posts

ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…

9 hours ago

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…

10 hours ago

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

12 hours ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

12 hours ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

12 hours ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

14 hours ago