কেদারনাথের কাছে হেলিকপ্টার ভেঙে চালক সহ ৬ জন পুণ্যার্থীর মৃত্যু!!

ত্রী-সহ কেদারনাথের পথে ভেঙে পড়ল হেলিকপ্টার। এই ঘটনায় ওই হেলিকপ্টারের দুই চালক-সহ অন্তত ৬ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার সকালে উত্তরাখণ্ডের ফাটা থেকে পুন্যার্থীদের নিয়ে উড়েছিল হেলিকপ্টারটি। কেদারনাথে পৌঁছনোর আগেই সেটি দুর্ঘটনাগ্রস্ত হয়। খবর পেয়েই ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে উদ্ধারকারী দল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করছে পুলিশ।

Dainik Digital: