অনলাইন প্রতিনিধি :-রাজ্যের কৃষকদের কাছ থেকে চলতি খারিফ মরশুমেও সহায়কমূল্যে ধান ক্রয় করবে খাদ্য দপ্তর।
সহায়কমূল্যে ধান ক্রয় প্রস্তুতি হিসাবে শনিবার কৃষি দপ্তরের জেলা ও মহকুমা স্তরের অফিসার, খাদ্য দপ্তরের অফিসার, সাধারণ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে মহাকরণ থেকে ভার্চুয়ালি বৈঠক করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ ও খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। বৈঠকশেষে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, চলতি মরশুমেও খাদ্য দপ্তর সহায়কমূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করবে। শীঘ্রই ধান ক্রয়ের জেলাভিত্তিক সূচি দপ্তর ঘোষণা করবে। রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকেই কৃষকদের স্বার্থে সহায়কমূল্যে ধান ক্রয় করছে খাদ্য দপ্তর। এতে আর্থিকভাবে লাভবান হচ্ছেন রাজ্যের কৃষকরা। কৃষকরা ধান চাষে উৎসাহিত হয়েছেন। এ বছর ধানের ফলনও ভালো হয়েছে বলে জানান মন্ত্রী।
মন্ত্রী শ্রীচৌধুরী বৈঠক সম্পর্কে জানাতে গিয়ে বলেন, শনিবার সচিবালয়ের ভিডিও কনফারেন্স হলঘরে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর ও কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে কৃষকদের স্বার্থের কথা মাথায় রেখে ন্যূনতম সহায়কমূল্যে সরাসরি চলতি খারিফ মরশুমে উৎপাদিত ধান ক্রয়ের সাথে সম্পৃক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও প্রস্তুতিপর্ব খতিয়ে দেখতেই জেলা ও মহকুমা স্তরের আধিকারিক, জনপ্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করা হয়।
খাদ্য ও জনসংভরণ দপ্তরের বিশেষ সচিব ও অধিকর্তা, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা, রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, বিভিন্ন মহকুমার মহকুমাশাসক, বিভিন্ন ব্লকের বিডিও, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উপঅধিকর্তা, কৃষি তত্ত্বাবধায়ক এবং খাদ্য ও কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকদের সাথে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আহুত বৈঠকে এ বছরও ধান ক্রয় প্রক্রিয়াকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুচারুভাবে সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়।