কিসের স্মার্ট সিটি? স্মার্ট সিটি শুধু প্রচারে, ফ্ল্যাক্সের মধ্যে!!!

অনলাইন প্রতিনিধি || পুর এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে সোমবার আগরতলা পুর নিগমের মেয়রের উদ্দেশ্যে ডেপুটেশনের লক্ষ্যে সিপিআইএম সদর বিভাগীয় কমিটির উদ্যোগে মিছিল সংগঠিত করা হয়। কিন্তু মেয়র না থাকায় এদিন ডেপুটেশন প্রদান করা যায়নি। মিছিলের নেতৃত্ব দেন সিপিআইএম সদর মহকুমা সম্পাদক শুভাশিস গাঙ্গুলী। তিনি বলেন, কিসের স্মার্ট সিটি? স্মার্ট সিটি শুধু প্রচারে, ফ্ল্যাক্সের মধ্যে সীমাবদ্ধ। মানুষ কোনও পরিষেবাই পাচ্ছে না।

Dainik Digital: