কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় রাতভর পাক সেনার গুলিবর্ষণ!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাম হামলার পর থেকেই নিয়ন্ত্রণরেখায় চলছে শেলিং, গুলিবর্ষণ। বৃহস্পতিবার রাতভর নিয়ন্ত্রণ রেখা জুড়ে বিভিন্ন পাক পোস্ট থেকে ব্যাপক গোলাবর্ষণ চলে। পাল্টা গুলি ছুড়েছে ভারতীয় সেনাও। বুধবার থেকেই চলছে নিয়ন্ত্রণরেখায় দু’পক্ষের মধ্যে গোলাগুলি ও শেলিং। বৃহস্পতিবার রাত থেকে তার তীব্রতা আরও বাড়ে। তানজিং সেক্টরে রাতভর লাগাতার শেলিং হয়। সূত্রের খবর, নিয়ন্ত্রণ রেখায় দু’পক্ষের মধ্যেই তৎপরতা বেড়েছে। জানা গিয়েছে, সকাল থেকে আকাশপথেও চলছে ফাইটার জেটের গর্জন। সকাল থেকে সীমান্তের এপারে জম্মু ও কাশ্মীরের একাধিক ঘাঁটিতে মহড়া দিচ্ছে বায়ু সেনার ফাইটার জেট। পাক সীমান্তেও তৎপর পড়শি দেশের সেনা।

Dainik Digital: