দৈনিক সংবাদ অনলাইন।। কমলপুর মহকুমার ছোটসুরমা গ্রাম পঞ্চায়েতের কার্তিক গ্রামে রবিবার উদ্ধার হয় এক অজগার সাপ।
অজগর সাপ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই উৎসুক জনতার ভীড় জমে যায়। উপস্থিত হয় বনকর্মী ও কমলপুর থানার পুলিশ। বনকর্মীরা অজগরটিকে সিপাহিজলা অভয়ারণ্যে পাঠিয়ে দেবে বলে জানা গেছে।