কলেজ লেক পুনরুজ্জীবন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, ত্রিপুরাকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার কাজ চলছে!!

অনলাইন প্রতিনিধি :- এমবিবি কলেজ লেকটি পুনঃসংস্কার করে যুক্ত করা হলো পর্যটন মানচিত্রে। মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা আনুষ্ঠানিকভাবে শুক্রবার নয়া কলেবরে গড়ে ওঠা গোটা এই প্রকল্পটির সূচনা করেন। আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের উদ্যোগে, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যকে শ্রদ্ধা জানিয়েই ঐতিহ্যবাহী এই কলেজ লেকের পুনঃসংস্কার করা হলো। এদিন ৩৩.০৮ কোটি টাকা ব্যয়ে কাফেটেরিয়া, ওপেন জিম, শিশুদের খেলার জায়গা, স্কাল্পচার, ফুডকোর্ট, যোগা কেন্দ্র সহ আরও একাধিক প্রকল্পের সূচনা করা হয়। আনুষ্ঠানিকভাবে এই সূচনা পর্বে এদিন উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত এবং অন্য বিশিষ্ট জনেরা।


কলেজ লেক পুনরুজ্জীবন প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সঠিক পরিকল্পনার মাধ্যমে এই দেশকে বিশ্ব মানচিত্রের শীর্ষে নিয়ে যাওয়ার কাজ রাজ্য সরকারও প্রধানমন্ত্রীর পরামর্শে ত্রিপুরা রাজ্যকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার কাজ করছে। তবে মানুষের সহযোগিতা ছাড়া রাজ্য সরকারের একার পক্ষে তা সম্ভব নয় বলে জানিয়ে তিনি বলেন, সব অংশের মানুষকেই এক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তবেই না সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তোলা সম্ভব হবে। তিনি বলেন, শহর আগরতলাকে স্মার্ট সিটি হিসাবে গড়ে তোলার পাশাপাশি গোটা ত্রিপুরাকেই স্মার্ট রাজ্য হিসাবে গড়ে তুলতে চাইছে সরকার। বিশেষ করে শহর আগরতলাকে স্মার্ট সিটি হিসাবে গড়ে তুলতে দীর্ঘ বছরের পুরনো অবৈজ্ঞানিক পয়ঃপ্রণালী ব্যবস্থা সহ অন্যান্য নাগরিক পরিষেবা সম্পূর্ণভাবে নতুন করে গড়ে তোলার কাজ চলছে বলে তিনি জানান।


কলেজ লেকে পুনরুজ্জীবন বা সৌন্দর্যায়ন প্রকল্পে একত্রিশ একর জায়গা জুড়ে প্রায় সত্তর হাজারেরও বেশি নানা প্রজাতির গাছ লাগানো হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও এমবিবি কলেজের সায়েন্স বিল্ডিং প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। তিনি বলেন, এমবিবি কলেজ লেকের চারদিকে বহু স্মৃতি জড়িয়ে আছে। প্রকৃতি ও প্রযুক্তির মধ্যে সামঞ্জস্য রেখে আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের পুনঃসংস্কারের ফলে রাজন্য আমলের ঐতিহ্য বহনকারী লেকের চারপাশ এখন প্রাণবন্ত হয়ে উঠেছে।


রাজ্যের পর্যটন মানচিত্রে এটি এক নতুন মাত্রা যুক্ত করেছে বলেও মনে করেন মুখ্যমন্ত্রী। পুনঃসংস্কারের ফলে লেকের জলের উপর যে প্যান্টন ব্রিজ তৈরি করা হয়েছে এর আনুষ্ঠানিক সূচনা পর্বে মুখ্যমন্ত্রী সহ অন্য অতিথিরা গোটা এলাকাটি ঘুরে দেখেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক কাজ রূপায়ণ করছে।
আনুষ্ঠানিক সূচনাপর্বে মুখ্যমন্ত্রী বলেন, বিগত কয়েক দশক ধরে এমবিবি লেক সংলগ্ন স্থানগুলিতে অনেক সময়ই অসামাজিক কাজ হতো। বর্তমান সরকার এই এলাকায় বিভিন্ন প্রকল্প রূপায়ণের মাধ্যমে গোটা এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলেছে। জায়গাটি বৃদ্ধ-বৃদ্ধা সহ প্রতিটি মানুষের প্রাতভ্রমণের, শিশুদের খেলার, ছাত্রছাত্রীদের মানসিক বিকাশের কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ছাড়াও সাংসদ রাজীব ভট্টাচার্য, নগরোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, স্মার্ট সিটি লিমিটেডের সিইও ডা. শৈলেশ কুমার যাদব, পুর নিগমের সিইও দিলীপ কুমার চাকমা, অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

Dainik Digital: