করোনার জন্য দু’বছর বন্ধ থাকার পর আবার কলকাতার রাস্তায় ফিরছে ম্যারাথন । বয়সের সীমা ভেঙে ছাপিয়ে যাওয়ার আনন্দে দৌড়বে মানুষ তিলোত্তমার রাস্তায় । টাটা স্টিল কলকাতা চপ্তকে ম্যারাথনের সপ্তম সংস্করণের দিন ঘোয়িত হলো । ১৮ ডিসেম্বর রেড রোড থেকে ম্যারাথনের ফ্ল্যাগ অফ হবে । পঁচিশ সেপ্টেম্বর সকাল সাতটা থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে । সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার , প্রখ্যাত শ্যুটার জয়দীপ কর্মকার । এছাড়াও ছিলেন টাটা স্টিল এবং স্পনসরের প্রতিনিধিরা । টাটা স্টিল ম্যারাথনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার , কেন্দ্রীয় সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এবং ইণ্ডিয়ান আর্মি । স্বাস্থ্যই সম্পদ । করোনা মানুষকে এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে । কোভিড পরবর্তী সময় স্বাস্থ্য , ফিটনেস নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে । শরীর চর্চা বা দৌড় সুস্থ জীবনযাত্রায় সাহায্য করে । তাই করোনা পরবর্তী সময় এই ম্যারাথন একটা অন্য আঙ্গিক পেয়েছে । তবে প্রতি বছর বিশ্বমানের তারকা ক্রীড়াবিদের হাতে এই ম্যারাথনের ফ্ল্যাগ অফ হয়ে থাকে । এ বছর কে আসছেন তা ঘোষণা হয়নি । এ প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন , পূর্ব ভারতে টাটা স্টিল ম্যারাথন দৃষ্টান্ত সৃষ্টি করেছে । দৌড় বা শরীর চর্চা সুস্বাস্থ্যের চাবিকাঠি । তাই বাংলার মানুষদের এই ম্যারাথনে অংশগ্রহণ করার অনুরোধ করবো । বিধায়ক দেবাশিস কুমার বলেন , দু’বছর পর আবার এই সুন্দর ইভেন্ট আয়োজিত হতে চলেছে । এই ম্যারাথন কলকাতাকে আরও রঙিন করে তুলেছে । এই শহর প্রচুর ক্রীড়াবিদ তৈরি করেছে । এই ম্যারাথনে রয়েছে ২৫ কে , ওপেন ১০ কে , আনন্দ রান , সিনিয়র সিটিজেন রান এবং চ্যাম্পিয়ন্স উইথ ডিসঅ্যারিলিটিরা ৩০ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন খোলা থাকবে । মহিলাদের যোগদান বাড়াতে ২৫ কে এবং ১০ কে তে মহিলাদের জন্য কয়েকটি স্পট সংরক্ষিত থাকবে । তবে কোভিডের জোড়া টিকা নেওয়া ব্যক্তিরাই ম্যারাথনে অংশ নিতে পারবে । ইতিমধ্যেই বাংলার মানুষ মুখিয়ে আছেন এই ম্যারাথনের জন্য ।
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের বিভিন্ন বিদ্যুৎ পরিষেবায় ধারাবাহিক বিঘ্ন ঘটায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ঘনঘন…
পাকিস্তানের সহিত যুদ্ধ বিরতি লইয়া ভারতীয় সামাজিক মাধ্যমে এই সময়ে তোলপাড় চলিতেছে।যদিও একাংশ সংবাদ মাধ্যম…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে রোগীর যন্ত্রণার শেষ নেই।হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা নিয়েও রোগীকে প্রচণ্ড…
অনলাইন প্রতিনিধি :-ভুল করে’ সীমান্ত পার করে পাক সীমান্তে ঢুকে পড়েছিলেন ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম…
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার উত্তরপ্রদেশের হাপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে পরিচালিত শ্রীমতী ব্রহ্মদেবী সরস্বতী বালিকা বিদ্যামন্দির…
অনলাইন প্রতিনিধি :-বৈঠকে বসছে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সকাল ১১টায় বৈঠকে…