অনলাইন প্রতিনিধি :-গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রম প্রাঙ্গণের সামনে প্রবল জলোচ্ছ্বাস। দৈত্যাকার ঢেউ আঁচড়ে পড়ছে উপকূলে। তীরবর্তী এলাকায় টানা বৃষ্টির জেরে নদী বাঁধগুলি দুর্বল হয়ে পড়েছে। সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় প্রবল জলোচ্ছ্বাসের কারণে মাটির নদী বাঁধগুলি ভেঙ্গে যাওয়ার আশঙ্কায় রয়েছেন এলাকাবাসীরা। দক্ষিণ ২৪ পরগনার নামখানা, পাথরপ্রতিমা, মৌসুনি দ্বীপ, কাকদ্বীপ, বকখালি, গঙ্গাসাগর-সহ একাধিক পর্যটন কেন্দ্রগুলিতে ব্লক প্রশাসনের পক্ষ থেকে কার্যত পর্যটক শূন্য করে দেওয়া হয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে সমুদ্র স্নানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কাকদ্বীপ ও গঙ্গাসাগরে পরিস্থিতি মোকাবিলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম।