অনলাইন প্রতিনিধি :-রাজ্যের সাংবাদিকতার ভুবনে প্রদীপ দত্ত ভৌমিক ছিলেন এক আলোকময় ব্যক্তিত্ব। সাংবাদিকতার কঠোর ও কঠিন পথের তিনি ছিলেন সার্থক উত্তরসূরী। শনিবার দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক এবং আগরতলা প্রেস ক্লাবের বরিষ্ঠ সদস্য প্রয়াত প্রদীপ দত্ত ভৌমিকের স্মৃতিচারণায় এমনটাই। বললেন বিশিষ্টজনেরা।
হৃদয়স্পর্শী এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা প্রেস ক্লাবের বরিষ্ঠ সদস্য এবং দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক প্রয়াত প্রদীপ দত্ত ভৌমিককে স্মরণ করে আগরতলা প্রেস ক্লাব। ব্যক্তি মানুষ হিসাবে তিনি ছিলেন অনন্য বোধের অধিকারী এবং বস্তুনিষ্ঠ। খবর করার সময় তিনি সংশ্লিষ্ট সব পক্ষের মতামতকেই গুরুত্ব দিতেন।তার সততা ও সমাজের প্রতি দায়বদ্ধতার দিকটিও স্মৃতিচারণায় উঠে এসেছে আলোচনায়।
এ দিন সন্ধ্যা পাঁচটায় আগরতলা প্রেস ক্লাবের হলঘরে হয় শোকসভা। শুরুতেই সম্পাদক প্রয়াত প্রদীপ দত্ত ভৌমিকের প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সাংবাদিক, চিত্র সাংবাদিক, সংবাদ কর্মী সহ তাদের পরিবারের লোকজন। কিছু সময় দাঁড়িয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রয়াত বার্তা সম্পাদকের স্মৃতিতে শোক প্রস্তাব পাঠ করেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে।
প্রদীপ দত্ত ভৌমিকের স্মৃতিচারণা করতে গিয়ে দৈনিক সংবাদের বার্তা সম্পাদক সঞ্জয় পাল বলেন, সহজ সরল চলাফেরার মাধ্যমে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন প্রয়াত প্রদীপ দত্ত ভৌমিক। তার অনুপস্থিতি প্রতিটি মুহূর্তে অনুভূত হচ্ছে। সবাই মিলে এখন তার দায়িত্ব ভাগাভাগি করে পালন করতে হচ্ছে।তিনি আরও বলেন, প্রয়াত বার্তা সম্পাদক গুরুদায়িত্ব পালন করে গেছেন তার সামাজিক মর্যাদা অক্ষুণ্ণ রেখেই। প্রিন্ট মিডিয়ায় তিনি যে অবদান রেখে গেছেন তা নবীন প্রজন্মের সাংবাদিকদের অনুকরণ করতেও আহ্বান জানান। তিনি বলেন, প্রিন্ট মিডিয়ার প্রতি মানুষ আস্থাশীল।এই মাধ্যমের সার্কুলেশন বৃদ্ধির প্রেক্ষিতে এমনটাই অনুভূত হয়েছে।
আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার বলেন, সংবাদ জগতের অভিভাবকগণ হারিয়ে যাচ্ছেন। প্রদীপ দত্ত ভৌমিকের মতো ব্যক্তিদের প্রয়াণে বিরাট শূন্যতা তৈরি হয়েছে। যা পূরণ হবে না বলেও তিনি উল্লেখ করেন। অগণিত মানুষের হৃদয় জয় করা প্রয়াত প্রদীপ দত্ত ভৌমিকের স্মৃতিচারণা করে আলোচনা করেন বিশিষ্ট প্রবীণ সাংবাদিক বিমান ধর, আগরতলা প্রেস ক্লাবের সহ সভাপতি চিত্রা রায়, নর্থ ইস্ট কালার্স পত্রিকার সম্পাদক সঞ্জীব দেব, আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি জয়ন্ত ভট্টাচার্য। আগরতলা প্রেস ক্লাবের তরফে প্রয়াত সদস্য প্রদীপ দত্ত ভৌমিকের পুত্র প্রবুদ্ধ দত্ত ভৌমিকের হাতে শোকলিপি তুলে দেওয়া হয়। প্রয়াত সদস্যের কর্মজীবনের সততা একনিষ্ঠতা এবং সাংবাদিকদের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সাংবাদিকতার মান উন্নয়নের প্রশ্নেও তিনি যে অতুলনীয় অবদান রেখে গেছেন সেটা পালনের মধ্য দিয়ে তাদের প্রকৃত শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছেন সকলেই।