কংগ্রেস বার বার ব্যর্থ হয়েছে বলেই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছিলোঃ সুদীপ

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। ত্রিপুরার মাটি বাম বিরোধী। এরাজ্য বিজেপি দলের তেমন কোন সংঘটনই ছিলনা। নির্বাচনে কংগ্রেস বার বার ব্যর্থ হওয়ার কারনেই এই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছিল। বামেদের হঠাতে রাজ্যের মানুষ এককাট্টা হয়ে বিজেপিকে ক্ষমতায় বসিয়েছে। বক্তা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি আরও বলেন, আমরা চোর তাড়িয়ে ডাকাতদের ক্ষমতায় বসিয়েছি। রাজ্যে কাজ নেই,খাদ্য নেই। কাজ চাইলে পুলিশ দিয়ে পেটানো হচ্ছে। যাকিছু নিয়োগ হচ্ছে, তাতেও লাজ লজ্জার মাথা খেয়ে দুর্নীতি এবং স্বজন পোষণ চলছে । দিনের পর দিন রাজ্যে বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যুবকরা চরম হতাশাগ্রস্ত। নেশার কেবলে ডুবে যাচ্ছে রাজ্যের যুব সমাজ। তারপরেও কিচ্ছুটি বলা যাবেনা। প্রতিবাদ করলেই বাইক বাহিনীর আক্রমণের মুখে পরতে হচ্ছে।

শুক্রবার অমরপুর ও রাইমাভ্যালি কেন্দ্রে আয়োজিত দুটি যোগদান সভায় এই কথা গুলো বলেন সুদীপ বাবু।
এদিন দুই সভাতেই তিনি মানুষের উদ্দ্যেশে বলেন, বাইক বাহিনীর সংখ্যা মাত্র পঞ্চাশ। আর আপনারা হাজার হাজার। বেড়িয়ে পড়ুন,প্রতিরোধ গড়ে তুলুন। দেখবেন গুন্ডা বাহিনী লেজ গুটিয়ে উধাও হয়ে গেছে। তিনি বলেন, দেশে কংগ্রেসই একমাত্র দল যে দল শুধু দেশের মানুষের কথা ভাবে। আর বিজেপির চাই শুধু ক্ষমতা। মোদী সাহেব ভোট নিয়ে ব্যাস্ত। বিজেপি নেতারা বিভেদের রাজনীতি নিয়ে ব্যস্ত। অপরদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের ঐক্য সংহতি রক্ষায় কন্যাকুমারী থেকে কাশ্মীরের উদ্দেশ্যে পায়ে হেটে চলেছেন। দেশের সম্প্রীতি রক্ষায়, অখন্ডতা রক্ষায় কংগ্রেসের লড়াই অব্যাহত রয়েছে।

তিনি সবকিছু ভুলে সব্বাইকে কংগ্রেস দলে সামিল হয়ে কংগ্রেস দলকে শক্তিশালী করার আহ্বান জানান।  ধর্মনগরের মতো অমরপুর সমাবেশেও বিধায়ক শ্রী রায় বর্মন আবেগাপ্লুত হয়ে বলেন এরাজ্যের মানুষের জন্য ভালো কিছু করতে চাই, যদি রাজ্যের মানুষ সুযোগ দেন। নতুবা ২০২৩ এর নির্বাচনই ওনার জীবনের শেষ নির্বাচন বলে সমাবেশে ঘোষনা করেন।  সমাবেশে এছাড়াও বক্তব্য রাখেন কংগ্রেস পর্যবেক্ষক জারিতা লাইফ্ল্যাং,কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক আশিশ সাহা, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাখু দাস প্রমুখ।  এদিনের  সভায় ৫৩ পরিবারের ১৬৭ ভোটার বিভিন্ন দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন। উপস্থিত নেতৃত্বরা দলে নবাগতদের হাতে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দিয়ে দলে বরন করে নেন। দীর্ঘদিন ঝিমিয়ে থাকা কংগ্রেস দলকে চাঙ্গা করতে চেষ্টায় খামতি রাখেন নি এদিন কংগ্রেসের নেতারা।

Dainik Digital

Recent Posts

ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…

10 hours ago

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…

11 hours ago

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

12 hours ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

13 hours ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

13 hours ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

14 hours ago