Categories: দেশ

কংগ্রেসের ‘ভারত জুড়ো যাত্রা’ঃ পা মেলাবে প্রদেশ কংগ্রেসও

এই খবর শেয়ার করুন (Share this news)

‘মেহেঙ্গাই পর হল্লাবোল ’ শীর্ষক এক জনসভার মধ্য দিয়ে গত রবিবারও নয়াদিল্লীর রামলীলা ময়দান থেকে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা করেছেন কংগ্রেস নেতা রাহু গান্ধী ।
এবারে আগামী সাত সেপ্টেম্বর থেকে কেন্দ্রকে আরও একবার কুপোকাত করতে ‘ ভারত জুড়ো যাত্রা ’ শুরু করবে ভারতের জাতীয় কংগ্রেস। সকাল সাতটায় কন্যাকুমারী থেকে এই যাত্রার সূচনা করবেন ওয়াইনাড়ের সাংসদ তথা কংগ্রেস নেতা রাহুল । সোমবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সভাপতি বীরজিৎ সিন্হা জানিয়ে দেন , যারা দেশ শাসন করছে তারা ধর্মান্ধ । ধর্মীয় বিভাজন সৃষ্টি করে আর সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে এই দেশের মধ্যে এখন ধর্মীয় নিরপেক্ষতা বিঘ্নিত হচ্ছে । এমনকি সাম্প্রদায়িক বিদ্বেষও ছড়িয়ে পড়ছে গোটা দেশে । সর্বভারতীয় কংগ্রেস তাই সব ভারতীয়দের মধ্যে একতা কায়েম করতে এই কর্মসূচি হাতে নেয় বলেতিনি জানান ।
আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান , কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত মোট ৩,৫৭০ কিলোমিটার পদযাত্রায় শামিল হচ্ছেন তারা । সর্বভারতীয় কংগ্রেসের বিভিন্ন পদাধিকারী এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট ১১৮ জন কংগ্রেস নেতৃত্ব কিংবা বরিষ্ঠ নেতা গোটা পদযাত্রাটির সম্মুখভাগে পা মধ্যে মেলাবেন । এর মধ্যে আবার একত্রিশজন মহিলাও থাকবেন এই পদযাত্রায় । পিসিসি সভাপতি বীরজিৎ সিন্হার সাথে এদিন এই সাংবাদিক সম্মেলনে সর্বভারতীয় কংগ্রেস সম্পাদিকা তথা প্রদেশ ইনচার্জ জারিতা লাইতফ্ল্যাং , বিধায়ক সুদীপ রায়বর্মণ , প্রদেশ কংগ্রেসের কার্যকারী সভাপতি বিল্লাল মিঞা , সাধারণ সম্পাদক প্রশান্ত ভট্টাচার্য , জয়দোল হোসেন , আশীস কুমার সাহা , রাখু দাস সহ অন্যরাও উপস্থিত ছিলেন । সাংবাদিক সম্মেলন থেকে প্রদেশ ইনচার্জ তথা সর্বভারতীয় কংগ্রেস সম্পাদিকা জারিতা লাইতফ্ল্যাং জানান ,তামিলনাড়ু থেকে পদযাত্রাটির সূচনা পর্বে প্রায় ত্রিশ হাজারেরও বেশি জনসমাগম হবে । মোট দেড়শদিনের এই পদযাত্রায় মোট বারোটি প্রদেশে টাচ্ করবে তারা । এর মধ্যে রাজস্থান এবং কর্ণাটকে সবচেয়ে বেশি একুশদিন করে অবস্থান করবে পদযাত্রাটি । তিনি জানান , প্রতিদিনই দুইবেলা করে কাছাকাছি বাইশ থেকে তেইশ কিলোমিটার করে অতিক্রম করবে ‘ ভারত জুড়ো যাত্রা ‘ । এর মধ্যেই দেশবাসীর মতামত কিংবা তাদের অবস্থা জানতে নেতৃত্বরা নানা সময়ে নানা ধর্ম বর্ণের মানুষের সাথেও কথা বলবেন বলে জানান লাইতফ্ল্যাং । অন্যদিকে বলেন , একই সময়ে যেসব রাজ্যে পদযাত্রাটি যাচ্ছে না সেসব রাজ্যে বিভিন্ন প্রদেশ থেকেই কর্মসূচি হাতে নেওয়া হবে । যেমন করে ত্রিপুরা প্রদেশও সর্বভারতীয় কংগ্রেসের সিদ্ধান্ত মতো ‘ ভারত জুড়ো যাত্রা ’ অনুষ্ঠিত করবে । এছাড়াও এই পদযাত্রা রাজ্যের বিভিন্ন জেলা এবং ব্লক স্তরেও অনুষ্ঠিত হবে ।

Dainik Digital

Recent Posts

রাজ্যে পরিকল্পিত বিদ্যুৎ নাশকতায়, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা কঠোর বার্তা বিদ্যুৎমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের বিভিন্ন বিদ্যুৎ পরিষেবায় ধারাবাহিক বিঘ্ন ঘটায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ঘনঘন…

13 hours ago

এক পক্ষ ও তৃতীয় পক্ষ!!

পাকিস্তানের সহিত যুদ্ধ বিরতি লইয়া ভারতীয় সামাজিক মাধ্যমে এই সময়ে তোলপাড় চলিতেছে।যদিও একাংশ সংবাদ মাধ্যম…

13 hours ago

ট্রমা, রেডিওলজি সহ গুরুত্বপূর্ণ বিভাগে বিদ্যুৎ বিপর্যয়ে চরম দুর্ভোগ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে রোগীর যন্ত্রণার শেষ নেই।হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা নিয়েও রোগীকে প্রচণ্ড…

14 hours ago

২০ দিন পর মুক্তি পেলেন ভারতীয় বিএসএফ জওয়ান!!

অনলাইন প্রতিনিধি :-ভুল করে’ সীমান্ত পার করে পাক সীমান্তে ঢুকে পড়েছিলেন ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম…

14 hours ago

বিদ্যালয়ের অডিটোরিয়াম উদ্বোধন করেন বিপ্লব দেব!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার উত্তরপ্রদেশের হাপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে পরিচালিত শ্রীমতী ব্রহ্মদেবী সরস্বতী বালিকা বিদ্যামন্দির…

15 hours ago

ফের বৈঠকে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি !!

অনলাইন প্রতিনিধি :-বৈঠকে বসছে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সকাল ১১টায় বৈঠকে…

15 hours ago