অনলাইন প্রতিনিধি:- পূর্বোত্তরকে ঘিরে নতুন করে উদ্বেগের আবহ। প্রতিবেশী বাংলাদেশে চলমান উগ্র মৌলবাদী প্রচার ও উস্কানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে ফের অশান্তির আশঙ্কা দানা বাঁধছে রাজ্য। অভিযোগ, বাংলাদেশের একাংশ উগ্র মৌলবাদী গোষ্ঠী পূর্বোত্তর ভারতের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে উসকে দিয়ে দেশবিরোধী প্রচারে মদত দিচ্ছে। এর প্রভাব ত্রিপুরায় পড়তে পারে কিনা, তা নিয়ে চিন্তিত রাজ্যের সাধারণ মানুষ থেকে নিরাপত্তা বিশেষজ্ঞরা।রাজ্যের চারপাশে প্রায় তিনদিন থেকেই বাংলাদেশ-ঘেঁষা। অতীতে এই ভৌগোলিক অবস্থাকে কাজে লাগিয়েই রাজ্যে উগ্রপন্থী তৎপরতা মাথাচাড়া দিয়েছিল। তবে দেড় দশকেরও বেশি সময় আগে রাজ্যের সন্ত্রাসবাদ কার্যত শূন্যে নামিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)। গ্রাম ও পাহাড়ি এলাকায় লাগাতর অভিযান, গোয়েন্দা তৎপরতা এবং সীমান্তবর্তী অঞ্চলে কড়া নজরদারির ফলে রাজ্যে শান্তি ফিরেছিল। বর্তমানে পড়শি দেশে অস্থিতিশীল পরিস্থিতির কারণে সেই শান্তি নষ্ট করার পাঁয়তারা চলছে না তো, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।বিশেষ করে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর টিএসআরের দুটি ব্যাটেলিয়নকে উৎকর্ষতা বৃদ্ধি ও জন্য বিশেষ দায়িত্ব বহিঃরাজ্যে পাঠানো হয়। রাজ্যের মোট ১৪টি টিএসআর ব্যাটালিয়নের মধ্যে বর্তমানে ত্রিপুরায় কর্মরত রয়েছে ১২ টি। এর মধ্যে ১ম ব্যাটেলিয়ন মোতায়েন রয়েছে দিল্লীতে, আইনশৃঙ্খলা রক্ষার কাজে।২য় ব্যাটেলিয়নে রয়েছে ছত্তিশগড়ে, কোল ইন্ডিয়ার কয়লা খনির নিরাপত্তার দায়িত্বে। এই দুই ব্যাটেলিয়নের হেডকোয়ার্টার পশ্চিম জেলাতেই অবস্থিত। অথচ বর্তমানে পশ্চিম জেলায় কার্যত রয়েছে মাত্র একটি ব্যাটেলিয়ন, জিরানীয়ায় অবস্থানরত ১০ম টিএসআর ব্যাটেলিয়ন।ফলে সীমান্ত ঘেঁষা ও সংবেদনশীল এই জেলায় নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার দাবি উঠতে শুরু করেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের আশঙ্কা, ওপার বাংলার উস্কানি ও প্ররোচনায় ফের কোনোভাবে সন্ত্রাসবাদী তৎপরতা মাথা তুলতে পারে। সেই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিচ্ছেন না নিরাপত্তা মহলের একাংশ যাতে। তাদের মতে, আইনশৃঙ্খলা যাকে কোনো ভাবেই বিঘ্নি না হয় তার জন্য টিএসআর ব্যাটেলিয়নগুলিকে সর্বদা সক্রিয় ও প্রস্তুত রাখা জরুরি। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দাবি, প্রয়োজনে বহিঃরাজ্য মোতায়েন থাকা ব্যাটেলিয়ন গুলিকে দ্রুত রাজ্যে ফিরিয়ে আনা হোক। বিশেষ করে দিল্লীতে কর্মরত ১ম ব্যাটেলিয়ন বা ছত্তিশগড়ে থাকা ২য়ব্যাটেলিয়নকে ফিরিয়ে এনে পশ্চিম জেলা ও সীমান্তবর্তী এলাকায় পুনরায় মোতায়েন করার দাবি জোরালো হচ্ছে।অতীতে যে টিএসআর রাজ্যকে সন্ত্রাসমুক্ত করেছিল, বর্তমানে সম্ভাব্য অস্থির পরিস্থিতিতেও সেই শক্তিশালী নিরাপত্তা বলয় টিএসআর মোতায়েন করা প্রয়োজন বলে মনে করছেন রাজ্যের মানুষ।