ওপারে অশান্তি, মৈত্রী বাস বন্ধ ৫ মাস : যাত্রী সংকটে শ্যামলী!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-বাংলাদেশের
সাম্প্রতিক ঘটনাবলিতে মারাত্মক সঙ্কটে পড়েছে আগরতলা- ঢাকা- কলকাতা যাতায়াতের আন্তর্জাতিক বাস পরিষেবা।বাংলাদেশের বিআরটি পরিবহণ সংস্থায় শ্যামলী বাস বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যেও আগরতলা- ঢাকার মধ্যে যাতায়াত এখনো চালু থাকলেও যাত্রী সঙ্কটে ধুঁকছে।ত্রিপুরা সড়ক পরিবহণ সংস্থার রয়েল মৈত্রী বাস গত পাঁচ মাসের বেশি সময় ধরেই আগরতলা- ঢাকা- কলকাতার মধ্যে যাতায়াত বন্ধ হয়ে রয়েছে। ত্রিপুরা সড়ক পরিবহণ সংস্থার এক কর্তৃপক্ষ শনিবার জানান,শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন যখন আচমকা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রচণ্ড খারাপের দিকে চলে যায় তখন নিরাপত্তাজনিত কারণে
ত্রিপুরার রয়েল মৈত্রী বাস পরিষেবা বন্ধ রাখা হয়।তবে রয়েল মৈত্রী বাস বন্ধ থাকলেও বাংলাদেশের পরিবহণ সংস্থার বিআরটিসির শ্যামলী বাস
শুধুমাত্র আগরতলা- ঢাকার মধ্যে কোনভাবে যাত্রী স্বল্পতার মধ্যে দিয়ে এখনও চালু রয়েছে। শ্যামলী বাস সপ্তাহে দু’দিন আগরতলা- ঢাকার মধ্যে যাতায়াত করার সুচি রয়েছে। শুক্রবার শ্যামলী বাসে বাংলাদেশ তথা ঢাকা থেকে কোন যাত্রী আগরতলায় আসেনি। পুরো যাত্রীশূন্য বাসটি আগরতলায় আসে। এই বাসটি শনিবার ঢাকায় ২৪ জন যাত্রী নিয়ে গেছে। তার মধ্যে বাসের ১৯ জন যাত্রীই ছিলেন ভারতীয় নাগরিক।
বাকি তিনজন যাত্রী বাংলাদেশের নাগরিক। একদিকে বাংলাদেশে চলা অস্থির ঘটনাবলি, অপরদিকে আগরতলায় অবস্থিত বাংলাদেশের ভিসা অফিস বন্ধ থাকায় তার পুরো প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাস পরিষেবার উপর। যাত্রী সঙ্কট যদি এই ভাবে চলতে থাকে তা হলে শ্যামলী বাস কতদিন আগরতলা- ঢাকার মধ্যে চালু থাকবে তা নিয়ে কৃষ্ণনগর টিআরটিসির বাস ডিপোতেও প্রশ্ন উঠেছে।কারণ বাংলাদেশের অস্থির পরিস্থিতি কবে স্বাভাবিক হবে ও আগরতলায় অবস্থিত বাংলাদেশের ভিসা অফিস কবে চালু হবে তার উপর নির্ভর করছে আন্তর্জাতিক বাস পরিষেবার স্থায়িত্বকাল। ভারত তথা রাজ্য সরকারের ত্রিপুরার মৈত্রী বাস পাঁচ মাস আগে বন্ধ হয়ে থাকলেও পুনরায় কবে চালু হবে তা নির্ভর করছে বাংলাদেশের পরিস্থিতির উপর। বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলেও আগরতলায় বাংলাদেশের ভিসা অফিস পুনরায় চালু হলে তখনই ভারত ও বাংলাদেশ দুই দেশের মধ্যে দুই দেশের নাগরিকরাই আগের মতো ‘আন্তর্জাতিক বাসে যাতায়াত করবে বলে কৃষ্ণনগরস্থিত টিআরটিসির আন্তর্জাতিক বাস টার্মিনাস মনে করছে। এদিকে টিআরটিসি’র আন্তর্জাতিক বাস টার্মিনাসে শনিবার দুপুরে গিয়ে দেখা গেছে শ্যামলী বাস কাউন্টার আগের মতো চালু রয়েছে। কিন্তু বাসে বাংলাদেশে যাওয়ার জন্য আগের মতো আর কাউন্টারে টিকিট নিতে কাউন্টারের সামনে ব্যস্ততা নেই।বাস টার্মিনাসেও লোকের ছোটাছুটি চোখে পড়ার মতো নেই।

Dainik Digital

Recent Posts

ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…

43 mins ago

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…

2 hours ago

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

3 hours ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

3 hours ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

4 hours ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

5 hours ago