ঐতিহ্যবাহী ভবনে দ্বিতীয় ধাপে নীল ফলক বসানোর কাজ শুরু!!

অনলাইন প্রতিনিধি :-রাজধানী শহরের যেসব ভবন ঐতিহ্য বহন করে আসছে এবং যে ভবনগুলির একটি ঐতিহাসিক তাৎপর্য রয়েছে সেই ভবনে প্রথম ধাপে নীল ফলক বসানোর কাজ আগেই শেষ করেছে দিল্লি পুর নিগম। এবার দ্বিতীয় ধাপে এমন ফলক বসানোর কাজ শুরু হচ্ছে, এমনটাই জানিয়েছেন নিগমের এক শীর্ষ আধিকারিক। গত বছর আগা খান ট্রাস্টের সঙ্গে যৌথভাবে মোট ৫৫ টি ঐতিহ্যবাহী ভবনে এমন নীল ফলক বসানোর কাজ সম্পূর্ণ করেছে পুর নিগম।
এই প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ শুরু করার বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে বলে জানিয়েছেন দিল্লি পুর নিগমের এক শীর্ষ আধিকারিক। তিনি বলেন, ‘প্রথম ধাপে চাঁদনি চক, দরিয়াগঞ্জ এবং নিজামুদ্দিন হুমায়ুনের সমাধি এলাকার মতো ঐতিহ্যবাহী এলাকাগুলিকে এমন নীল ফলক বসানো হয়। এবার দ্বিতীয় ধাপে পুরাতন দিল্লি এবং মেহেরাউলি এলাকার গুরুত্বপূর্ণ ভবনগুলিতে এমন নীল ফলক বসানো হবে।আগা খান ট্রাস্টের সহায়তায় আমরা এই ভবন চিহ্নিতকরণ করেছি।’প্রথম ধাপে চাঁদনি চকের টাউন হল, ফতেপুরী মসজিদ, হরদয়াল গ্রন্থাগার, কস্তুরবা জানানা হাসপাতাল, সুনহেরী মসজিদ, নমক হারাম কি হাভেলি, তুঘলক আমল, মোঘল, প্রাক মোঘল আমল এবং লোধি আমল সহ বিংশ শতকের পূর্বের বেশ কিছু স্থাপত্যে এমন নীল ফলক বসানো হয়েছে।
একাধিক ধাপে রাজধানী শহরের গ্রেড ওয়ান এবং গ্রেড টু ক্যাটেগরির ঐতিহ্যবাহী ভবনগুলিতে এই ফলক বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক পুর আধিকারিক।

Dainik Digital: