ঐতিহ্যবাহী ছট পুজো!!

অনলাইন প্রতিনিধি :-প্রত্যেক বছরে মতো এবছরও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ছট পূজা অনুষ্ঠিত হয় আগরতলার খেজুর বাগানস্হিত রানী পুকুরে।

ছট পূজা মূলত বিহারি সম্প্রদায়ের হিন্দু ধর্মাবলম্বীদের একটি পরাম্পরাগত ঐতিহ্যবাহী পুজো ও ধর্মীয় আচার অনুষ্ঠান।

স্বামী, সন্তান এবং পরিবারের সুখ এবং মঙ্গল কামনায় বিশেষ করে মহিলারা এই পুজো করেন। এই পুজোর একটা রীতি ও নিয়ম রয়েছে। প্রতিবছরই ছট পুজোকে কেন্দ্র করে রাজধানীর খেজুর বাগান এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। কেননা, ওই এলাকাতেই রাজ্যে সবথেকে বেশি বিহারি সম্প্রদায়ের মানুষ বসবাস করেন।

রবিবার অনুষ্ঠিত এই ঐতিহ্যবাহী ছট পূজোতে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মুখ্য সচিব জে কে সিনহা,

এবং পশ্চিম ত্রিপুরা জেলাশাসক বিশাল কুমার সহ আরো অন্যান্যরা।।

Dainik Digital: