ঐতিহ্যবাহী গড়িয়া পূজা

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || শুক্রবার গোটা রাজ্যেই অনুষ্ঠিত হচ্ছে জনজাতিদের ঐতিহ্যবাহী উৎসব বাবা গড়িয়ার পুজো। পুজো উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। রাজধানীর কৃষ্ণনগর নাইট বুলেট ক্লাব গড়িয়া পুজোর আয়োজন করে। এই উপলক্ষে নাইন বুলেট ক্লাবের পক্ষ থেকে শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তিনটি ক্যাটাগরিতে। প্রায় ৮০ জন প্রতিযোগী – প্রতিযোগিনী তাতে অংশগ্রহণ করে। রাজধানীর উজান অভয়নগর নেতাজি ক্লাব এর উদ্যোগে ৩১ তম বাবা গুড়িয়া পূজা ও মেলা উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী পাপিয়া দত্ত, মেয়র ইন কাউন্সিলর সহ অন্যান্যরা।

Dainik Digital: