Categories: খেলাদেশ

এশিয়ান গেমস • পদক জয়ে চারে ভারত তিরন্দাজিতে জোড়া, স্কোয়াশেও স্বর্ণ।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার এশিয়ান গেমস মেডেল ট্যালিতে আরও তিনটি স্বর্ণপদক যোগ করল ভারত। যার মধ্যে দুটি এসেছে কম্পাউণ্ড তিরন্দাজিতে এবং একটি স্কোয়াশে। দিনের শুরুতেই কম্পাউণ্ড তিরন্দাজিতে ভারতকে সোনা এনে দেয় মহিলা দল। জ্যোতি সুরেখা ভেন্নাম, অদিতি গোপিচাদ এবং পরনীত কৌর মাত্র এক পয়েন্টের ব্যবধানে পরাজিত করেন চাইনিজ তাইপের প্রতিপক্ষ ই-হুয়ান চেন, আই-জু হুয়াং এবং লু- ইউন ওয়াংকে।
ভারতের পক্ষে খেলার চূড়ান্ত ফল ছিল ২৩০-২২৯।

মহিলা দলের পাশাপাশি পুরুষ তিরন্দাজি দলও কম্পাউন্ড টিম ইভেন্টে দেশকে সোনা এনে দিয়েছে। দক্ষিণ কোরিয়াকে পাঁচ পয়েন্টে পরাজিত ভারতকে সোনা এনে দেন অভিষেক বর্মা, অজস দেওটেল এবং প্রথমেশ জয়কর। কম্পাউন্ড তিরন্দাজিতে ভারতের পুরুষ এবং মহিলা দলের সোনা এনে দেওয়ার দিন স্কোয়াশে দেশকে সোনা এনে দিলেন দীপিকা পাল্লিকেল এবং হরিন্দর পাল সিং সিন্ধু। স্কোয়াশের মিক্সড ডাবলস ইভেন্টে এই দুই জুটি মালয়েশিয়ার আইফা বিনতি আজমন এবং মহম্মদ কামালের জুটিকে পরাজিত করে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই সেটই ভারত জেতে ১১-১০ ব্যবধানে। ১৩ বছরের অপেক্ষার পর অবশেষে গ্রিকো- রোমান কুস্তিতে এবারের এশিয়ান গেমসে পদক জিতল ভারত। ৮৭ কেজি বিভাগে পদক জিতলেন সুনীল কুমার । কিরগিজস্তানের আতাবেন আজিসবেকভকে হারিয়ে ব্রোঞ্জ জেতেন তিনি। শেষবার ২০১০ এশিয়ান গেমসে ৬৬ কেজি গ্রিকো রোমান কুস্তিতে সুনীল কুমারই ভারতকে পদক এনে দিয়েছিলেন। ওই বছর ৬০ কেজি গ্রিকো রোমান বিভাগে পদক জিতেছিলেন রবিন্দর সিং। এশিয়ান গেমসের পুরুষদের কাবাডির সেমিফাইনালে আগামীকাল ভারত মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। যে দলই আগামীকাল ম্যাচ জিতবে তাদেরই কাবাডিতে স্বর্ণ বা রৌপ্য ঘরে তোলা সুনিশ্চিত হয়ে যাবে। এদিকে, গেমসের মহিলাদের ৫৩ কেজি ফ্রি-স্টাইল কুস্তিতে দেশের হয়ে ব্রোঞ্জপদক জিতলেন অন্তিম পালখা।এদিকে মহিলাদের ৫৭ কেজি ওজন বিভাগে ব্রোঞ্জ পদক নির্ণায়ক লড়াইয়েও ভারতের মানসী উজবেকিস্তানের সরিরোভার কাছে হেরে যাওয়ায় পদক জিততে পারেনি। মহিলাদের কুস্তিতে ভারতের আরও একটা নিশ্চিত পদক হাতছাড়া হয়।এদিকে, দাবায় পুরুষ বিভাগে ভারত ভিয়েতনামকে হারালেও অন্য ম্যাচ ড্র করে।অন্যদিকে, মহিলাদের দাবায় উজবেকিস্তানের সঙ্গে ড্র করে ভারত।এদিকে, ব্যাডমিন্টনে পুরুষ বিভাগে ভারতের প্রণয় সেমিফাইনালেও উঠলেও কোঃ ফাইনালে মহিলা বিভাগে হেরে যায় পিভি সিন্ধু। পুরুষ ডাবলসে ভারতের সাত্ত্বিক ও চিরাগ জুটি সিঙ্গাপুরের বিরুদ্ধে লড়বে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

8 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

8 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

18 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

18 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

19 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

19 hours ago