অনলাইন প্রতিনিধি।।:এবার অযোধ্যার আকাশে দেখাযাবে প্রযুক্তি আর ঐতিহ্যের অনন্য মেলবন্ধন।দীপোৎসবে দেখা যাবে ভগবান রামের জীবনের কাহিনি! এ বারের দীপাবলিতে অযোধ্যা সাজছে এক বিশেষ আয়োজনে। সরযূ নদীর ধারে ৫৬ টি ঘাট জুড়ে দীপের আলোয় ঝলমল করবে ‘রাম কি পাড়ি’। আর আকাশে উড়বে ১১০০টি দেশীয় ড্রোন, যেগুলির মাধ্যমে ফুটে উঠবে রামায়ণের অবিস্মরণীয় সব দৃশ্য। রামের বনবাস থেকে শুরু করে হনুমানের পর্বত উত্তোলন, রাম সেতু নির্মাণ, এমনকি নবনির্মিত রাম মন্দির পর্যন্ত।
উত্তরপ্রদেশের পর্যটন দফতর জানিয়েছে, দীপোৎসব উপলক্ষে ১৮ ও ১৯ অক্টোবর দুটি দিন ধরে চলবে এই ঐতিহাসিক প্রদর্শনী। তবে মূল অনুষ্ঠান হবে ১৯ তারিখে। পাশাপাশি ২৬ লক্ষেরও বেশি মাটির প্রদীপ জ্বালানো হবে সরযূ তীর জুড়ে, যা আলোকিত করে তুলবে পুরো শহরকে।এই বছরের থিম—‘ত্রেতা যুগ থেকে নব অযোধ্যা’, যেখানে লেজার, হলোগ্রাফিক আলো ও সংগীতের মাধ্যমে জীবন্ত হয়ে উঠবে প্রাচীন কাহিনিগুলি। মন্ত্রমুগ্ধ করা আলো ও প্রযুক্তির মাধ্যমে দর্শকরা অনুভব করবেন যেন রামায়ণের দৃশ্যগুলো বাস্তবেই তাঁদের সামনে ঘটছে।উত্তরপ্রদেশের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জানিয়েছেন, “এই প্রদর্শনীর মূল লক্ষ্য হল বিশ্বাস, ঐতিহ্য ও উদ্ভাবনের এক অপূর্ব সমন্বয় তৈরি করা।” গত বছর যেখানে ৫০০টি ড্রোন ব্যবহার করা হয়েছিল, সেখানে এ বছর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০০-তে।দর্শকদের মতে, এ বারের দীপোৎসব শুধু আলোর উৎসব নয়, বরং তা ভগবান রামের আদর্শ, উত্তরাধিকার ও আধুনিক ভারতের প্রযুক্তিগত অগ্রগতির প্রতীকও বটে।