এবার থেকে রেশনশপে পাওয়া যাবে সরিষার তেল।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-চা-পাতা, মশুর ডাল, মশলার পর এবার রাজ্যবাসীকে গণবন্টন ব্যবস্থার মাধ্যমে ভর্তুকিতে সরিষার তেল দেওয়ার সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার। আগামীকাল রাজধানীর রবীন্দ্রভবনে মুখ্যমন্ত্রীর হাত ধরে এর শুভসূচনা হতে চলেছে।একইসাথে রাজ্যের রেশন শপগুলিকে মডেল রেশনশপে রূপান্তরিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।

এই প্রসঙ্গে খাদ্যমন্ত্রী শ্রীচৌধুরী আরও বলেন, এবারই প্রথম রাজ্য সরকারের উদ্যোগে রেশনশপের মাধ্যমে সরিষার তেল প্রদান করা হবে ভোক্তাদের মধ্যে।সারা রাজ্যের ৯ লক্ষ৭০হাজার রেশনকার্ড হোল্ডারদের কার্ড পিছু ১ লিটার করে সরিষার তেল দেওয়া হবে। বছরে চারবার ভর্তুকি মূল্যে এই সরিষার তেল ভোক্তাদের মধ্যে দেওয়া হবে।এই সরিষার তেল সরবরাহের জন্য তিনজন বিডারকে দপ্তর থেকে সাপ্লাই অর্ডার দেওয়া হয়েছে।ইঞ্জিন, ইমামি ও লংতরাই এই তিনটি ব্র্যাণ্ডের সরিষার তেল ভোক্তাদের দেওয়া হবে। সরিষার তেলের দরপত্র স্থির হয়েছে প্রতি লিটার ১২৮ টাকা।তবে, রাজ্য সরকার এই মূল্যের উপর আরও ১৫ টাকা এককালীন ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।ভতুর্কিতে ভোক্তারা ১১৩ টাকা দরে প্রতি লিটার সরিষার তেল রেশনশপ থেকে ক্রয় করতে পারবেন।খাদ্যমন্ত্রী জানান, পরবর্তী সময় অর্থ দপ্তরের সিদ্ধান্ত সাপেক্ষে এই ভর্তুকি মূল্য পরিবর্তন হতে পারে। দুর্গাপুজো উপলক্ষে খাদ্য দপ্তরের বিশেষ ক্যানভাস ব্যাগের মাধ্যমে এই সরিষার তেল ভোক্তাদের দেওয়া হবে। ক্যানভাস ব্যাগের মধ্যে সরিষার তেল ছাড়াও ভোক্তাদের জন্য ১ কেজি মশুর ডাল,১ কেজি চিনি,২ কেজি ময়দা, ৫০০ গ্রাম সুজি ও ৫০০ গ্রাম আটা থাকবে। এই ক্যানভাস ব্যাগটির মূল্য হল ৬৮ টাকা ৬৫ পয়সা।এই ক্যানভাস ব্যাগের জন্য দপ্তর থেকে ৬ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয় করা হবে। এই ক্যানভাস ব্যাগটি বিনামূল্যে ভোক্তাদের মধ্যে প্রদান করা হবে। কেন্দ্রীয় সরকারের নীতি নির্দেশিকা অনুযায়ী রাজ্যের ২,০৫৬টি রেশনশপকে সুসজ্জিত করে মডেল রেশনশপে রূপান্তর করা হবে। প্রথম পর্যায়ে রাজ্যের ৮টি জেলা থেকে চিহ্নিত ৬০০টি রেশনশপকে মডেল রেশনশপে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর জন্য রেশনশপগুলিকে ৫০০০ টাকা করে দেওয়া হবে।এতে খাদ্য দপ্তরের ৩০ লক্ষ টাকা ব্যয় হবে।পরবর্তী সময় ধাপে ধাপে সারা রাজ্যের সবকটি রেশনশপগুলিকে মডেল রেশনশপে রূপান্তরিত করা হবে।খাদ্যমন্ত্রী আরও জানান, আসন্ন শারদোৎসব উপলক্ষে খাদ্য দপ্তরের অধীনে থাকা ৬৩৫ জন শ্রমিককে ২০০০ টাকা করে অনুদান দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরজন্য দপ্তরের ব্যয় হবে ১২ লক্ষ ৭০ হাজার টাকা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খাদ্য, জনসংক্ষরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী ও অতিরিক্ত অধিকর্তা অনিমেষ দেববর্মা।

Dainik Digital

Recent Posts

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

21 mins ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

41 mins ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

2 hours ago

সোপিয়ানে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে, খতম ৩ লস্কর জঙ্গি!!

অনলাইন প্রতিনিধি :-সোপিয়ানে সেনার হাতে খতম হল তিন লস্কর জঙ্গি। সেনার দাবী, জম্মু-কাশ্মীরে বহুদিন ধরেই…

2 hours ago

বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভিতর কোটি কোটি টাকার মাদক পাচার!!

অনলাইন প্রতিনিধি :-অভিনব কায়দায় গাজা পাচার করতে গিয়ে আটক দুই পাচারকারী। চুরাইবাড়ি থানার সামনে অসম…

2 hours ago

যুদ্ধে ট্রাম্প কোথায়!!

যদিও সংঘর্ষ বিরতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার শুরুবাত হইতেছে তথাপিও এই কথা আগাম বলা…

2 hours ago