এবার জনতার হাতে আটক ৪ বাংলাদেশি!!

অনলাইন প্রতিনিধি :-অনুপ্রবেশ এবং মানব পাচার রাজ্যের এবং দেশের জন্য বড় চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে।কালী পুজোর দিন সকালে সাব্রুমে শিশু, মহিলা সহ ১৪ জন বাংলাদেশী নাগরিক ও রোহিঙ্গা আটক হওয়ার পর সোমবার কমলাসাগর বিধানসভার কোনাবনে জনতার হাতে আটক হয় ৪ বাংলাদেশী।স্হানীয় জনতা এদের বিএসএফের হাতে তুলে দেয়।পরে এদিন সন্ধ্যায় বিএসএফ ধৃতদের মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃতরা হলো শরিফ হোসেন,জসীমউদ্দীন,হাবিবুর হোসেন এবং মকবুল হোসেন।এদের সকলের বাড়ি বাংলাদেশের চাঁদপুর জেলায়।

Dainik Digital: