এবারও টিসিএর আগরতলা ক্লাব ক্রিকেটে তালা

এই খবর শেয়ার করুন (Share this news)

ক্যাম্প ক্যাম্প খেলা , টিসিএর বর্তমান কমিটির মেয়াদ শেষের আগে আরও একবার হতে যাচ্ছে বলে খবর । অভিযোগ , যেতে যেতেও আরও একবার ক্যাম্প বাণিজ্যের পরিকল্পনায় রাজ্য ক্রিকেট সংস্থা । জানা গেছে , আগামী আগষ্ট মাসে সিনিয়র ক্রিকেট ( পুরুষ ও মহিলা ) দলের ফিটনেস ক্যাম্প করার পরিকল্পনা নাকি চলছে টিসিএতে । ক্যাম্পে কারা কারা আসবে সেই তালিকা প্রস্তুতের জন্য এক সিনিয়র নির্বাচককে নাকি দায়িত্বও দেওয়া হয়েছে । এদিকে , সূত্রে প্রকাশ , টিসিএর যুগ্ম সচিব নাকি সিনিয়র দলের ক্রিকেটারদের বলে দিয়েছেন যে , বোর্ডের টুর্নামেন্ট শেষ । টিসিএর ঘরোয়া টুর্নামেন্টও আর হবে না । তবে আগামী তিন মাস কোনও ক্রিকেট খেলা না হলেও আগষ্টে নাকি প্রস্তুতি ক্যাম্প হবে । আগামী মাসে ক্যাম্প হবে । যুগ্ম সচিবের নির্দেশ পেয়ে এখন থেকেই বেশ কিছু সিনিয়র ও জুনিয়র ক্রিকেটার নাকি ব্যক্তিগত উদ্যোগে জিম , ফিজিক্যাল ফিটনেসে নেমেও গেছে । কারণ গত বছরের অভিজ্ঞতা অনেকেরই ভালো ছিল না । ফিটনেসে উত্তীর্ণ না হতে পারলে টিমে ঢোকার দরজা বন্ধ । স্বাভাবিকভাবেই ক্রিকেটাররাও বসে থাকছে না ।

তবে পাশাপাশি ক্রিকেটারদের মনে প্রশ্নও তৈরি হচ্ছে যে , নতুন কমিটিতে কী যুগ্ম সচিবরা ফিরবেন কি না । সেপ্টেম্বর মাসেই তো টিসিএতে নির্বাচন । এদিকে , মহকুমাতে যখন ক্লাব ক্রিকেট চলছে তখন এ সময়ে নিশ্চিতভাবেই টিসিএর ঘরোয়া ক্লাব ক্রিকেটটা করিয়ে নেওয়া যেতো । এতে করে ক্রিকেটাররাও আগামী মরশুনের আগে নিজেদের আরও তৈরি করে নেবার সুযোগ পেতো । কিন্তু ঘরোয়া ক্রিকেট করলে নাকি ক্রিকেটার ও ক্লাবগুলির লাভ । টিসিএর কর্তাদের পকেটে নাকি কিছু আসে না । আর ক্যাম্প করলে কর্তাদের নাকি লাভের মুখ দেখা যায় । যে কারণে কমিটির মেয়াদ শেষ হওয়ার শেষবেলায়ও সেই ক্যাম্প ক্যাম্প খেলার প্রস্তুতি চলছে টিসিএতে । রাজ্যভিত্তিক স্কুল ক্রিকেট বন্ধ হয়ে আছে । সেটি চালু করার ন্যূনতম তাগিদ নেই কারোর । না টিসিএ কর্মকর্তাদের না উপদেষ্টা টুর্নামেন্ট কমিটিরও । তারপর মহকুমাগুলি যেখানে ঝড় বৃষ্টির হুমকি মাথায় নিয়েও সিনিয়র ক্লাব ক্রিকেট করছে সে জায়গায় তিন সিজন ধরে বন্ধ থাকা আগরতলার ঘরোয়া ক্লাব ক্রিকেট চালু নিয়ে এতটুকু তৎপরতা নেই টিসিএর। বৃষ্টি হলে মাঠ শুকানোর জন্য সুপার সপার পর্যন্ত থাকছে না মহকুমাগুলির । তারপরও পুরানো সেই স্পঞ্জ ভিজিয়ে জল বালতিতে ভরে বাইরে ফেলে মাঠ খেলার জন্য উপযুক্ত করা হচ্ছে । অথচ আগরতলায় সবকিছুর সুবিধা ও ব্যবস্থ থাকা সত্ত্বেও স্রেফ সদ্ উদ্যোগ নেবার অভাবে ক্লাব ক্রিকেট এ বছরও হচ্ছে না । অবশ্য নিন্দুকদের বক্তব্য অন্য রকম । ক্যাম্প করলে নাকি কারো কারো বাড়তি রোজগার হয় । তাই বিদায়ের সময়েও ক্রিকেট নয় , ক্যাম্প ক্যাম্প খেলতে ব্যস্ত হচ্ছে টিসিএ অভিযোগ ক্রিকেট মহলের ।

Dainik Digital

Recent Posts

দেশের ৬টি বিমানবন্দরে উড়ান বাতিল করল ইন্ডিগো!!

অনলাইন প্রতিনিধি :-ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের ৬টি বিমানবন্দরে বিমান পরিষেবা বাতিল করল…

7 mins ago

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

12 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

12 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

22 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

22 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

23 hours ago